রাকিব হোসেন ঢাকা: ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালে শুরু হয়েছে ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অন অ্যাক্রেডিটেশন ফর কোয়ালিটি মেডিকেল এডুকেশন’। দুই দিনব্যাপী এই কনফারেন্স আয়োজন করেছে বাংলাদেশ প্রাইভেট মেডিকেল কলেজ অ্যাসোসিয়েশন (বিপিএমসিএ)। বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক সংস্থা থেকে বাংলাদেশ ও বাইরের সাতটি দেশ থেকে চিকিৎসা শিক্ষা খাতের প্রথিতযশা প্রায় ৪৫০ ব্যক্তিত্ব এই কনফারেন্সে অংশগ্রহণ করেন। ওয়ার্ল্ড ফেডারেশন ফর মেডিকেল এডুকেশনের প্রেসিডেন্ট প্রফেসর রিকার্ডো লিওন বোর্কেজ অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন। বাংলাদেশ প্রাইভেট মেডিকেল কলেজ অ্যঅসোসিয়েশনের প্রেসিডেন্ট এমএ মুবিন খানের সভাপতিত্বে কনফারেন্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- প্রফেসর রিকার্ডো লিওন বোর্কেজ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন- আ্যসোসিয়েশন ফর মেডিকেল এডুকেশন, বাংলাদেশের সভাপতি প্রফেসর ডা. মো. হুমায়ূন কবির তালুকদার। বিপিএমসিএ-র মহাসচিব প্রফেসর ডা. মো. মোয়াজ্জেম হোসেন আগত অতিথিদের ধন্যবাদ জ্ঞাপন করেন। আলোচনায় অংশ নেন- বিশ্ব স্বাস্থ্য সংস্থার বাংলাদেশ শাখার প্রতিনিধি ডা. বারডান জং রানা, বাংলাদেশ মেডিকেল এডুকেশন অ্যাক্রেডিটেশন কাউন্সিলের প্রেসিডেন্ট, ইন্দোনেশিয়া থেকে আগত সাউথ-ইস্ট এশিয়া রিজিওনাল কাউন্সিল ফর মেডিকেল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট প্রফেসর তিতি সাবিত্রি, থাইল্যান্ড মেডিকেল এডুকেশন অ্যাক্রেডিশন ইনস্টিটিউট থেকে প্রফেসর সোমচাই ইয়ংসিরি, ভারতে জি আই সার্জারি ও মেডিকেল এডুকেশন থেকে প্রফেসর অবিনাশ সুপে ও কলম্বো বিশ্ববিদ্যালয় থেকে প্রফেসর ইন্দিকা মহেশ করুণাথিলাকে, যুক্তরাষ্ট্র থেকে ড. মো. নাসির উদ্দিন প্রমুখ।