স্বপন কুমার রায় খুলনা ব্যুরো প্রধান আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষ্যে আজ (মঙ্গলবার) সকালে খুলনা জেলা সমাজসেবা কার্যালয়ের সম্মেলনকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দিবসটির এবারের প্রতিপাদ্য ‘ মর্যাদাপূর্ণ বার্ধক্য: বিশ^ব্যাপী প্রবীণ পরিচর্যা ও সহায়তা ব্যবস্থা শক্তিশালীকরণ’। জেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয় এ অনুষ্ঠানের আয়োজন করে। বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক অনিন্দিতা রায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক কানিজ মোস্তফা’র সভাপতিত্বে অনুষ্ঠানে সহকারী পরিচালক মোঃ আইনাল হক, প্রবীণ ব্যক্তি কাজী মতিয়ার রহমান, কাজী নূরুল ইসলামসহ প্রবীণ ব্যক্তিরা বক্তৃতা করেন। অনুষ্ঠানে অতিথিরা বলেন, প্রবীণরা হলো সমাজের সম্মান ও শ্রদ্ধারপাত্র। আজকের প্রবীণরাই এই সমাজের মূলভিত্তি, তাদের মেধা ও শ্রমেই আমাদের সভ্যতা। প্রবীণদের সামাজিক অধিকার ও সুরক্ষা নিশ্চিত করা সকলের দায়িত্ব। অবহেলা নয়, প্রবীণদের সম্মানের আসনে অধিষ্ঠিত করতে হবে। প্রবীণদের জন্য কল্যাণমূখী কাজে উন্নয়ন সহযোগি সংস্থা এবং বেসরকারি প্রতিষ্ঠানসমূহকে এগিয়ে আসার আহবান জানান। এর আগে খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম দিবসটি উপলক্ষ্যে পাঁচ প্রতিবন্ধীর মাঝে সহায়ক উপকরণ হুইল চেয়ার, দুই জনের মাঝে ট্রাই সাইকেল ও ১০ জনের মাঝে ছড়ি বিতরণ করেন। এছাড়া জেলা প্রশাসক আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষ্যে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প পরিদর্শন এবং জেলা সমাজসেবা কার্যালয়ের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন।