বিলালুর রহমান সিলেট থেকে নিজস্ব সংবাদদাতা: জৈন্তাপুর উপজেলা সদরে পূবালী ব্যাংকের-২০৭তম (পিএলসি) উপ-শাখার উদ্বোধন করা হয়েছে। ২ রা অক্টোবর বুধবার-২০২৪ খ্রি: সকাল সাড়ে ১০ টায় স্থানীয় একটি মার্কেটের ভবনে আনুষ্ঠানিক ভাবে পূবালী ব্যাংক (পিএলসি)’র উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেট প্রিন্সিপাল অফিসের মহাব্যবস্থাপক চৌধুরী মো: শফিউল হাসান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপ-মহাব্যবস্থাপক সিলেট পূর্ব অঞ্চল প্রধান মো: ফজলুল কবীর চৌধুরী, উপ-মহাব্যবস্থাপক সিলেট পশ্চিম অঞ্চল প্রধান মুহাম্মদ মোশাহিদুল্লাহ, উপ-মহাব্যবস্থাপক মৌলভীবাজার অঞ্চল প্রধান মো: মুশফিকুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পূবালী ব্যাংক দরবস্ত শাখার ব্যবস্থাপক মোহাম্মদ মোরশেদ আলম। জৈন্তাপুর পিএলসি উপ-শাখার ব্যবস্থাপক মাহমুদ হাসান মামুন’র উপস্থাপনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন আঞ্চলিক কার্যালয় সিলেটের সহকারী মহাব্যবস্থাপক উজ্জল হালদার, গোয়াইনঘাট মধ্য জাফলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লোকমান সিকদার, জৈন্তাপুর প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম, জৈন্তাপুর স্টেশন বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আমিনুল ইসলাম সোহেল, ব্যবসায়ী ইলিয়াস উদ্দিন লিপু, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মো: জুলহাস , জৈন্তাপুর সাইট্রাস গবেষনা কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা জুটন চন্দ্র সরকার ও ব্যবসায়ী আব্দুল মালিক। ফিতা কেটে আনুষ্ঠানিক ভাবে জৈন্তাপুর সদরে পূবালী ব্যাংকের-২০৭তম উপ-শাখার উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন মাওলানা কাজী সোহেল ।
সর্ম্পকিত খবর সমূহ.
December 11, 2024