মোঃ খলিলুর রহমান, সাতক্ষীরা :: হিন্দু ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয়া দুর্গাপূজা উপলক্ষে টানা ৬ দিন ভোমরা স্থলবন্দরে সকল প্রকার আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে এ সময় ভোমরা স্থল বন্দরে পণ্য খালাস এবং বাংলাদেশ ভারতের মধ্যে যাত্রী পারাপার অব্যাহত থাকবে। ভোমরা সিএন্ডএফ অ্যাসোসিয়েশনের এডহক কমিটির সদস্য সচিব অহিদুল ইসলাম জানান, শারদীয়া দুর্গাপূজার ছুটির কারণে টানা ৬দিন ভোমরা বন্দরের আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে জানিয়ে ভারতের ঘোজাডাঙ্গা সিএন্ডএফ ক্লিয়ারিং এজেন্টস অ্যাসোসিয়েশন পত্র দিয়ে তাদরেকে অবহিত করেছেন। ভোমরা স্থল বন্দর কর্তৃপক্ষের উপপরিচালক (ট্রাফিক) মো. রুহুল আমিন জানান, দুর্গাপূজার ছুটির বিষয়টি ওপারের কাস্টমস কর্তৃপক্ষ ও সিএন্ডএফ এজেন্টরা আমাদের দপ্তরকে জানিয়েছেন। ভোমরা বন্ধরে পণ্য খালাসের পর ভারতীয় ট্রাক দেশে ফিরে যেতে পারবে। ভোমরা ইমিগ্রেশন চেকপোষ্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক সেকেন্দার আলী জানান, পূজার ছুটির সময় বন্দরের আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও দু-দেশের মধ্যে পাসপোর্ট যাত্রীদের পারাপার চলবে।
সর্ম্পকিত খবর সমূহ.
December 10, 2024