বদরুদ্দোজা প্রধান পঞ্চগড় প্রতিনিধি পঞ্চগড় জেলার সদর উপজেলার কালেশ্বর মসজিদের জমিতে রাস্তা দাবি করে না পাওয়ার ঘটনায় মসজিদ কমিটি ও মুসুল্লিদের হয়রানির অভিযোগ উঠেছে একটি প্রভাবশালী পরিবারের বিরুদ্ধে। অভিযোগ রয়েছে, মসজিদের জমিতে অবৈধভাবে রাস্তা দাবি করে প্রভাবশালী ব্যক্তি মসজিদ কমিটি এবং এলাকাবাসীকে নিয়মিত হুমকি দিয়ে আসছেন, যার ফলে মসজিদ কমিটির সদস্যরা এবং ২১০টি পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে। শনিবার দুপুরে পঞ্চগড় সদর উপজেলার কালেশ্বর মসজিদ প্রাঙ্গণে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মসজিদ কমিটির সদস্যরা এ অভিযোগগুলো প্রকাশ করেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মসজিদ কমিটির সভাপতি মো. গিয়াসউদ্দিন, ইমাম মো. হাসান আলী, সহ-সভাপতি মো. সমিরউদ্দিন এবং সাধারণ সম্পাদক আব্দুর রহমানসহ অন্যান্য ভুক্তভোগী মুসুল্লিরা। বক্তারা জানান, মসজিদের মোট কুড়ি শতক জমি সীমানা প্রাচীর দিয়ে ঘেরা থাকলেও এলাকার একজন প্রভাবশালী ব্যক্তি, আব্দুল কুদ্দুস, এই জমির একটি অংশে রাস্তা দাবি করে আসছেন। তার দুই ছেলে, মোশারফ হোসেন ও মজনু মিঞা, যারা পেশায় আইনজীবীর সহকারী, নিয়মিত এলাকাবাসীকে মামলা দেওয়ার হুমকি দিয়ে আসছেন বলে অভিযোগ করেন মসজিদ কমিটির সদস্যরা। এ কারণে এলাকার মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। মসজিদ কমিটির সভাপতি মো. গিয়াসউদ্দিন অভিযোগ করেন, মসজিদের কমিটির সদস্যরা বিভিন্নভাবে হয়রানির শিকার হচ্ছেন। তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হচ্ছে, এবং স্থানীয় প্রভাবশালী পরিবারটি তাদের বিরুদ্ধে মামলা দেওয়ার হুমকি দিচ্ছে। মসজিদ কমিটির ইমাম মো. হাসান আলী বলেন, তারা নিয়মিত গালিগালাজ ও মানসিক হয়রানির মুখোমুখি হচ্ছেন। এছাড়াও কমিটির অন্যান্য সদস্যরা একই ধরনের হয়রানির শিকার হচ্ছেন বলে অভিযোগ করা হয়েছে। সংবাদ সম্মেলনে মসজিদ কমিটির সদস্যরা এবং মুসুল্লিরা বলেন, তারা বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। তাদের ধারণা, প্রভাবশালী পরিবারটি তাদের বিরুদ্ধে যে কোনো সময় মামলা করতে পারে এবং এর ফলে তাদের আর্থিক এবং সামাজিকভাবে ক্ষতির সম্মুখীন হতে হতে পারে। সংবাদ সম্মেলনে বক্তারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে অবিলম্বে এ ঘটনার সমাধান চান। তারা পুলিশ সুপার এবং জেলা প্রশাসকের কাছে আবেদন করেছেন যেন বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হয়। বক্তারা আরও বলেন, মসজিদের জমিতে কোনো প্রকার অবৈধ দাবি মেনে নেওয়া হবে না এবং মসজিদ ও মুসুল্লিদের সুরক্ষা নিশ্চিত করতে হবে। সংবাদ সম্মেলনে কালেশ্বর এলাকার প্রায় দুই শতাধিক মুসুল্লি উপস্থিত ছিলেন, যারা এই ঘটনার প্রতি গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং অবিলম্বে এ সমস্যার সমাধান চান।
সর্ম্পকিত খবর সমূহ.
December 11, 2024