সুজন আলী, রানীশংকৈল প্রতিনিধি ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার শতাধিক বছরের পুরোনো ঐতিহাসিক নিদর্শন, রাজা টংকনাথের রাজবাড়ি ও জগদল জমিদার বাড়ি সংরক্ষণের কাজ পরিদর্শন করলেন প্রত্নতত্ব অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) সাবিনা আলম। শনিবার (৫ অক্টোবর) সকালে পরিদর্শন করেন তিনি প্রত্নতত্ব অধিদপ্তরের মহাপরিচালক সাবিনা আলম তাঁকে উপজেলা নির্বাহী অফিসার রকিবুল হাসান, সাবেক অধ্যক্ষ তাজুল ইসলাম, রানীশংকৈল রাজবাড়ী ও জমিদার বাড়ি সংস্কারের দাবিতে গঠিত কমিটির সদস্য, শুভশক্তি ইউনিটির সদস্যরা ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় রাজা টংকনাথের রাজবাড়ি প্রাঙ্গণে ইউএনও রকিবুল হাসানের সভাপতিত্বে ও প্রেসক্লাব সভাপতি মোবারক আলীর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- প্রত্নতত্ব অধিদপ্তরের মহাপরিচালক সাবিনা আলম, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, অধ্যক্ষ তাজুল ইসলাম, তাজহাট জমিদার বাড়ীর কাস্টোডিয়ান খায়রুল বাসার স্বপন,(রংপুর) কান্তজির মুন্দির প্রত্নতাত্বিক যাদুঘরের সহকারী কাস্টোডিয়ান শিহাব হোসেন (দিনাজপুর) প্রমূখ। সভায় উপস্থিত ছিলেন, মহাপরিচালকের বোন সাবেক প্রধান শিক্ষক উম্মেশ সালমা, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক সুমন আলী,বাচোর ইউনিয়ন যুবদলের সভাপতি আনসারুল ইসলাম,ছাত্রদল নেতা আরজুসহ স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তিবর্গ। প্রধান অতিথির বক্তব্যে প্রত্নতত্ব অধিদপ্তরের মহাপরিচালক সাবিনা আলম বলেন, রাজবাড়ীগুলো ইতিহাস ঐতিহ্যের প্রতীক। এগুলো সংস্কার করা জরুরী। তিনি বলেন ইতিমধ্যে রাজা টংকনাথের রাজবাড়ী সংস্কারের কাজ চলছে। পর্য়ায়ক্রমে রাজবাড়ীগুলো সংস্কার করে এগুলোকে যাদুঘর হিসাবে রুপান্তর করা হবে। তিনি রাজবাড়ীগুলো সংরক্ষণ ও রক্ষণাবেক্ষনের জন্য সকলকে এগিয়ে আসার আহবান জানান। উল্লেখ্য, শতাধিক বছরের পুরোনো ঐতিহাসিক নিদর্শন রানীশংকৈল টংনাথের রাজবাড়ী ও জগদল জমিদার বাড়ি দীর্ঘদিন ধরে অবহেলিত ভাবে জরাজীর্ণ অবস্থায় পড়ে থাকায় সুপ্রিম কোর্টের আইনজীবি এ্যাডভোকেট মেহেদী হাসান শুভ হাইকোর্টে রিট করায় প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরের নজরে আসে। ফলে শুরু হয় সংস্কার কাজ।