বদরুদ্দোজা প্রধান পঞ্চগড় প্রতিনিধি পঞ্চগড়ে একমাত্র ভারী শিল্প প্রতিষ্ঠান সুগার মিল বন্ধ থাকার কারণে কর্মরত শ্রমিকরা মানবতার জীবন যাপন করছেন।তাদের পরিবারের নিরবে আহাজারী, আর্তনাদ যেন কেউ শুনছেনা।শুধু তাই নয় এর প্রভাব ও পড়েছে স্থানীয় বাজারে। যেই সুগার মিল একসময় এই জেলার অর্থনীতির চাকা সচল রেখেছিলো।আর এই শিল্প বন্ধ হওয়ার পর কৃষক’রাও বিপাকে পড়েছে এবং অর্থনীতিতে বড় একটা ধাক্কাও লেগেছে।তাদের চোখের ভাষা কেউ বুঝছেনা বা বুজতে চাচ্ছেনা।এবার সাধারণ মানুষ, ছাত্র সহ কয়েকটি সংগঠন এবং গণ অধিকার পরিষদ নামেরাজনৈতিক দল তাদের দাবীর সাথে একাত্মতা করে আন্দোলনে নেমেছেন।রোববার (০৬অক্টোবর) সকাল ১১ টার সময় মিলগেট এলাকায় পঞ্চগড় – ঢাকা মহাসড়কে মানববন্ধন করেছেন।মানববন্ধনে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।চুক্তিভিত্তিক কর্মচারী কল্যাণ শ্রমিক ইউনিয়ন, রাষ্ট্র সংস্কার আন্দোলন, গণ অধিকার পরিষদ, পঞ্চগড় বাজার বনিক সমিতি সহ কয়েকটি সংগঠনের নেতা-কর্মী ও চিনিকল উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা মানববন্ধনে অংশ নেন।এসময় সুগার মিল শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি আহমদ আলী ছবি,মিলগেট বাজার বনিক সমিতির সাধারণ সম্পাদক ইয়াকুব আলী,অবসরপ্রাপ্ত শ্রমিক শামসুল হক, গণ অধিকার পরিষদের পঞ্চগড় জেলা শাখার আহবায়ক মাহাফুজার রহমান, চিনিকল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাহাঙ্গীর আলম, চুক্তিভিত্তিক কর্মচারী মাহাবুবুর রহমান বুলেট, মৌসুমি ক্রয় করনিক শাকিল হোসেন,সেন্টার ইনচার্জ আবু বক্কর সিদ্দিক প্রমূখ বক্তব্য রাখেন।বক্তাদের দাবি দীর্ঘ চার বছর থেকে পঞ্চগড় সুগার মিলে আখ মাড়াই বন্ধ হয়েছে।এতে করে হাজারো শ্রমিক বেকার জীবন যাপন করছেন।হতাশা গ্রস্থ হয়ে পড়েছে শ্রমিকেরা।আওয়ামী লীগ সরকারের আমলে অন্যায় ভাবে আখ মাড়াই বন্ধ করে দেওয়া হয়।কারণ পঞ্চগড় সুগার মিলে চিনি মজুদ থাকা সত্ত্বেও ভারত থেকে চিনি আমদানি করেছেন তৎকালীন স্বৈরশাসকের প্রভাবশালী লুটেরা প্রতিষ্ঠান এস আলম গ্রুপ।কৌশলে আওয়ামী লীগ সরকার মিলকে ক্ষতির মুখে ঠেলে দিয়ে মিলের কার্যক্রম বন্ধ করে দেন।বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে সুগার মিলে আখ মাড়াই কার্যক্রম চালুর জন্য জোর দাবী জানান তারা।অন্যথায় আগামী দিনে দুর্বার আন্দোলনের ঘোষণা দেন বক্তারা।