বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি (৬ অক্টোবর) রবিবার বিকাল সাড়ে তিন ঘটিকায় দিনাজপুরের বিরামপুর উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার নুজহাত তাসনীম আওনের সভাপতিত্বে উপজেলা একাডেমিক সুপারভাইজার আব্দুস সালামের সঞ্চালনায় বক্তব্য রাখেন বিরামপুর পৌরসভার নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) কামাল হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ বিপুল কুমার চক্রবর্তী, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এনামুল হক, উপজেলা প্রকৌশলী আতাউর রহমান, উপজেলা শিক্ষা মাধ্যমিক শিক্ষা অফিসার শমসের আলী মন্ডল, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল আউয়াল, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রুনা লায়লা প্রমুখ । এছাড়াও জাতীয় জন্ম মৃত্যু নিবন্ধন দিবস অনুষ্ঠানে দিওড় ইউনিয়ন পরিষদের সচিব মাসুদ রানা সহ অত্র উপজেলার সকল ইউনিয়ন পরিষদের সচিবগণ এবং পৌরসভার উদ্যোক্তা সহ সকল ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা গন উপস্থিত ছিলেন। এ সময় উপজেলা নির্বাহী অফিসার নুজহাত তাসনীম আওন বলেন, ‘জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস’ আজ রবিবার (৬ অক্টোবর)। মূলত নাগরিক অধিকার সুরক্ষায় ৪৫ দিনের মধ্যে জন্ম ও মৃত্যু নিবন্ধন করতে হয়। আইন অনুযায়ী, বর্তমানে সব পর্যায়ে ‘জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস’ নিবন্ধন করা বাধ্যতামূলক। এদিকে জন্ম ও মৃত্যু নিবন্ধন সঠিকভাবে যেন হয় এ বিষয়ে পৌরসভা সহ সকল ইউনিয়ন পরিষদের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের কে পরামর্শ প্রদান করেন। তিনি আরো বলেন, ১৮৭৩ সালের ২ জুলাই ব্রিটিশ সরকার অবিভক্ত বাংলায় জন্ম নিবন্ধন-সংক্রান্ত আইন জারি করে। এরপর ২০০১-০৬ সালে ইউনিসেফ-বাংলাদেশের সহায়তায় পাইলট প্রকল্পের মাধ্যমে ২৮টি জেলায় ও ৪টি সিটি করপোরেশনে জন্মনিবন্ধনের কাজ নতুন করে শুরু হয়।জন্ম-মৃত্যু নিবন্ধন আইন, ২০০৪ এর ৮ ধারা অনুযায়ী, শিশু জন্মের ৪৫ দিনের মধ্যে জন্ম নিবন্ধন এবং কোনো ব্যক্তির মৃত্যুর ৪৫ দিনের মধ্যে মৃত্যু নিবন্ধন করতে হবে।