জাহাঙ্গীর খাঁন, সিনিয়র স্টাফ রিপোর্টার ।। অদ্য (০৬ অক্টোবর’২৪ খ্রিঃ) তারিখে জনাব মোঃ মিজানুর রহমান, সম্মানিত পুলিশ সুপার, কুষ্টিয়া মহোদয়ের নির্দেশে জনাব আব্দুল খালেক, সহকারী পুলিশ সুপার, মিরপুর সার্কেল, (অতিরিক্ত দ্বায়িত্ব ভেড়ামারা সার্কেল) কুষ্টিয়া এর সার্বক্ষণিক তদারকি ও দিক নির্দেশনায় জনাব মাহবুবুর রহমার অফিসার ইনচার্জ, দৌলতপুর থানা, কুষ্টিয়া’র নেতৃত্বে এসআই (নিরস্ত্র)/মোঃ তুষার রায়হান সহ-সঙ্গীয় ফোর্স দৌলতপুর গ্রামস্ত সেন্ট্রাল কবরস্থান এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান ডিউটি করাকালে মাদক ব্যবসায়ী ১। মোঃ সুজন হোসেন (২৩), পিতা-মৃত সেন্টু বিশ্বাস সাং-সাহেব বাজার কান্দিরপাড়া, থানা-দৌলতপুর, জেলা-কুষ্টিয়াকে ৩৫ (পঁয়ত্রিশ) বোতল ফেন্সিডিল ও একটি মোটরসাইকেল সহ দৌলতপুর থানাধীন দৌলতপুর গ্রামস্ত জনৈক শফি মিস্ত্রি এর বাড়ির সামনে পাকা রাস্তার উপর হইতে ইং ০৬/১০/২০২৪ তারিখ বেলা ১২.৫০ ঘটিকায় ধৃত করে। এ সংক্রান্তে দৌলতপুর থানায় আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু হয়েছে।।
সর্ম্পকিত খবর সমূহ.
December 10, 2024