আনোয়ার হোসেন,লক্ষ্মীপুর : লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার মেঘনা নদীতে প্রধান প্রজনন মৌসুমে ইলিশ মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। মা ইলিশের প্রজনন নিরাপদ রাখার লক্ষ্যে আগামী ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত ২২ দিন সারা দেশে ইলিশ ধরা বন্ধ থাকবে। ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত ১২ কিলোমিটার এলাকায় ইলিশসহ সব ধরনের মাছ ধরায় নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। আজ ৬ (অক্টোবর) রবিবার বিকালে উপকূলীয় জেলে সমিতির সহযোগীতায় ,কমলনগর উপজেলা মৎস্য অধিপ্তরের আয়োজনে মাতাববর হাট এলাকায় মৎস্য জীবিদের সাথে এক জনসচেতনতা সভায় ইলিশসহ সব ধরনের মাছ ধরায় নিষেধাজ্ঞা আরোপ করেন উপজেলা মৎস্য অধিদপ্তর। কমলনগর উপজেলা মৎস্য কর্মকর্তা তুর্য সাহার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুচিত্র রঞ্জন দাস। এ সময় উপস্থিত ছিলেন কমলনগর উপজেলা প্রেস ক্লাব এর সভাপতি আনোয়ার হোসেন, উপকূলীয় জেলে সমিতির সভাপতি রহুল আমিন,সাধারন সম্পাদক জিহাদ হোসেন,সহ-সভাপতি মো: জাফর,কোষাধক্ষ্য মো: হানিফ, সাংগঠনিক সম্পাদক মাকসুদ,নির্বাহী সদস্য নান্টু মাঝি,সদস্য, মো: সিরাজ, মাছ ঘাট মালিক সমিতির আজাদ মাতাব্বর, মফিজ মাতাব্বর ও জয়নাল হাজারি প্রমুখ। বক্তাগন বলেন, প্রতিবছরের ন্যায় এ বছরও ২২ দিন ইলিশ ধরা নিষিদ্ধ করেছে সরকার। এই সময়কালীন নিবন্ধিত জেলেদের মাঝে সরকারিভাবে জনপ্রতি ২৫ কেজি হারে চাউল দেওয়া হবে। আইন অমান্যকারীকে মৎস্য আইনে সাজা প্রদান করার ১ বছর থেকে সর্বোচ্চ ২ বছর সশ্রম কারাদন্ডসহ জরিমানার বিধান সম্পর্কে জেলেদের অবগত হয়।
সর্ম্পকিত খবর সমূহ.
December 10, 2024