বিপ্লব তালুকদার নাটোর প্রতিনিধি : নাটোরের নলডাঙ্গায় অটোরিকশার নিচে চাপা পড়ে খাদিজা নামের দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। খাদিজা কুমিল্লা পাড়া গ্রামের আউয়াল হোসেনের মেয়ে। উপজেলার হরিদাখলশী কুমিল্লা পাড়া গ্রামে আজ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান। স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, শিশু খাদিজা তার বাড়ির সামনে পাঁকা রাস্তার পাশে দৌড়ে খেলা করছিল। একপর্যায়ে শিশুটি রাস্তার ওপর চলে আসে। এসময় রাস্তা পার হওয়ার সময় অটোরিকশার নিচে চাপা পড়ে। স্থানীয়রা দেখতে পেয়ে আহত শিশু খাদিজাকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিয়ে যাওয়ার সময় পথেই মারা যায়। ওসি মোস্তাফিজুর রহমান আরও জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ ঘটনায় শিশুটির পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এবং স্থানীয়দের সঙ্গে কথা বলে মরদেহ দাফনের জন্য অনুমতি দেওয়া হয়েছে।
সর্ম্পকিত খবর সমূহ.
December 10, 2024