রাম বসাক,শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জের শাহজাদপুরে থানা পুলিশ এক অভিযান চালিয়ে যাত্রী বেশে অটোবাইক ছিনতাইকারীর মূলহোতাসহ ৬ জনকে গ্রেপ্তার করে। গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।
মঙ্গলবার (১২ ই নভেম্বর) থানার অফিসার ইনচার্জ ওসি আসলাম আলী সাংবাদিকদের কে জানান, গ্রেফতারকৃত আসামীরা সম্পৃক্তি উপজেলার বাঘাবাড়ী থেকে একটি অটো বাইককে যাত্রী বেসে গাড়িতে ওঠে।
এরপর চালক সাওনকে জুসের মধ্যে নেশা জাতীয় দ্রব্য মিশ্রিত করে চালককে খাইয়ে দেয়। তারপর চালক অজ্ঞান হয়ে যায়। আসামীরা চালককে অজ্ঞান অবস্থায় একটি জঙ্গলে ফেলে রেখে দেয়। পরে স্থানীয় জনতা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
এ ঘটনায় চালকের বোন সাবানা খাতুন থানায় বাদী হয়ে মামলা দায়ের করে। জেলা পুলিশ সুপার এর নির্দেশক্রমে অতিরিক্ত পুলিশ সুপার কামরুজ্জামানের সহযোগিতায়
ছিনতাইকারীদের গ্রেফতার করতে গোপন হ্যান্ড লিজেন্ট সংগ্রহ করে অভিযান শুরু করে।
গতকাল সোমবার রাতে পৌর এলাকার মনিরামপুর আবাসিক হোটেল সিরাজ প্লাজা থেকে ৬ জনকে গ্রেফতার করা হয়। এরা হল উত্তরবঙ্গের অটোবাইক ছিনতাইকারী চক্রের মাষ্টার মাইন্ড রংপুর জেলা মিঠাপুকুর খোলাসপুর গ্রামের সাত্তারের ছেলে আশরাফুল মিয়া (৩০) তার সহযোগী নীলফামারী জেলার মন্টু মিয়ার ছেলে শামীম (৩৫) এদের বিরুদ্ধে ১৬টি জেলায় বিভিন্ন মামলা রয়েছে। গ্রেফতারকৃত রা তথ্যের ভিত্তিতে ছিনতাই কারীদের সাথে জড়িত শাহ আলম (৩৫) আবু সাইদ (৪৪) জুলমত আলী (৪২) ও জিয়াউর রহমান জিয়াকে আটক করে সেইসাথে ছিনতাই হয়ে যাওয়া দুটি অটো বাইক উদ্ধার করে।