মোঃ সাহিদুল ইসলাম,নীলফামারী প্রতিনিধিঃ ‘যেতে নাহি দিবো হায়, তবু যেতে দিতে হয়, তবু চলে যায়’- বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত কবিতার এই পঙক্তিকে সামনে রেখে নীলফামারীর ডোমার ক্লাস্টারের প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত ৮ জন প্রধান শিক্ষককে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।
বুধবার (১৩ই নভেম্বর) সকাল ১১টায় উপজেলার শালমারা এসসি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ডোমার ক্লাস্টার ভুক্ত সকল প্রধান শিক্ষকদের আয়োজনে অনুষ্ঠিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম।
সংবর্ধিত ৮ জন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক হলেন, মোঃ রফিকুল আলম (বাদল), মোঃ শহিদুল হক, এটিএম আজিজুল হক, মোঃ গোলাম সারওয়ার বাবু, শ্রী সুধন্য চন্দ্র রায়, হোসনে আরা বেগম, মবিনা বেগম ও আয়েশা করিম। তারা প্রত্যেকেই দীর্ঘদিন যাবৎ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষাদানের মতো মহৎ পেশায় নিয়োজিত ছিলেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসারবৃন্দ সহ ডোমার ক্লাস্টারের ৩৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকবৃন্দ, প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের সভাপতি ও সম্পাদক, প্রধান শিক্ষক সংগঠনের সভাপতি ও সম্পাদকবৃন্দ।