ভোলা সদর উপজেলার আগারপোল বাজার রাস্তা জামায়াত কর্মীদের দ্বারা রিপিয়ারিং ।
মোঃ আঃ রহমান হেলালঃ সমাজে সেবামূলক কাজ হচ্ছে আর কোন জামায়াত কর্মীদের অংশগ্রহণ নেই এমনটি হতেই পারে না। সমাজসেবা মুসলমানদের একটি অনিবার্য দায়িত্ব, প্রতিটি মুসলমানের উচিত সমাজ সেবামূলক কাজে অংশগ্রহণ করা, সাধারণ মুসলমানদের অনেকে হয়তো এ বিষয়টি সম্পর্কে জানেই না আর মুষ্টিময় কয়েক জন যারা জানে তারা আবার বিষয়টি সম্পর্কে বেখেয়াল, নিজেকেই নিয়ে তারা ব্যস্ত সমাজ সেবায় অংশগ্রহণে তাদের সময় কথায়! কিন্তু সমস্যা জর্জরিত এ সমাজ জামায়াত কর্মীদের কে পেয়েছে তার সম্পূর্ণ ব্যতিক্রম। সমাজের সকল সেবামূলক কাজে তাদের অংশগ্রহণ প্রায় নিশ্চিত, বস্ত্রহীনদের বস্ত্র দেওয়া, অসুস্থ কে সেবা দেওয়া আর দুঃখের দুঃখে দুঃখী হওয়া তাদের অন্যতম একটি কাজ।
১৪ নভেম্বর বৃহস্পতিবার সকাল ভোলা সদর উপজেলার আগারপোল এলাকার আলিনগর ও বাপ্তা ইউনিয়নের কয়েকজন জামায়াত কর্মী ভোলা জেলা জামায়াতের আমির মাস্টার জাকির স্যার ও পৌর সেক্রেটারি রুহুল আমিনের উপস্থিতিতে নিজেরা নিজেদের ফান্ড কালেক্ট করে আগারপোল বাজার এলাকার এব্রথেব্র চলাচল অনুপুযোগী রাস্তাটিকে ইটের খোয়া, বালি এবং রোলার মেশিন এনে রিপেয়ারিং করে চলাচল উপযোগী করে তোলেন। এ সময় আগারপোল বাজারের দোকানদারগণ এবং স্থানীয় বাসিন্দারা তাদের এ রিপিয়ারিং কাজে সহযোগিতা করেন।