বিশেষ প্রতিনিধিঃ অর্থনৈতিক শুমারিতে তথ্য দিন নতুন বাংলাদেশ বিনির্মাণে অংশ নিন এই প্রতিপাদ্যে ভোলার লালমোহনে অর্থনৈতিক শুমারি ২০২৪- এর মূল শুমারির সুপারভাইজার ও তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (০৫) ডিসেম্বর সকালে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো,পরিকল্পনা মন্ত্রণালয়ের আয়োজনে লালমোহন হাই স্কুল সংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হল রুমে চার দিন ব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠিত হয়।
লালমোহন উপজেলা শুমারির সমম্বয়কারী মো. আইয়ুব আলীর সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উদ্বোধন ও বক্তব্য প্রদান করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহ আজিজ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. এহসানুল হক শিপন।
এসময় অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রশিক্ষক, প্রশিক্ষাণার্থী বৃন্দ।