

রাকিব হোসেন,ঢাকাঃ আনন্দ উল্লাসের মধ্য দিয়ে সারা বাংলাদেশের স্থপতিদের সংগঠন ‘বাস্থই’র ২৬ তম নির্বাহী পরিষদের দ্বি-বার্ষিক নির্বাচন ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। সারা বাংলাদেশ সহ বিদেশে যারা বর্তমানে অবস্থান করছেন, তারাও অনলাইনে ভোট প্রয়োগ করেছেন আজকের নির্বাচনে।
শুক্রবার (০৬ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে আইএবি সেন্টারে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলে ভোট গ্রহণ। এতে ১ হাজার ৪শত জনের বেশি ভোটার রয়েছে। নির্বাচনে ১৩টি পদের বিপরীতে ২৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনটি পদে তিনজন নির্বাচিত হয়েছে। বিনা প্রতিদ্বন্দ্বিতায় সহ-সভাপতি (আন্তর্জাতিক সম্পর্ক) খান মোঃ মাহফুজুল হক, সম্পাদক (শিক্ষা) মোঃ মারুফ হোসেন, সম্পাদক (সেমিনার ও কনভেশন) সাইদা আক্তার নির্বাচিত হয়েছেন।
নির্বাচনে সভাপতি পদে খন্দকার সাব্বির আহমেদ ও আবু সাঈদ এম আহমেদ, সহ-সভাপতি (জাতীয় বিষয়াদি) নুরুর রহমান খান ও নওয়াজিশ মাহবুব, সাধারণ সম্পাদক নাজমুল হক বুলবুল ও মাসুদ উর রশিদ, সহ সাধারণ সম্পাদক মোঃ এমদাদুল হাবিব, মোঃ জিয়াউল শরীফ ও মোঃ নওরোজ ফাতেমী, কোষাধ্যক্ষ চৌধুরী সাইদুজ্জামান, হামিম আহমেদ ও এ কে এম আশরাফুজ্জামান, সম্পাদক (পেশা) প্যট্রিক ডি রোজারিও ও মোঃ ওয়াহিদ আসিফ, সম্পাদক (সদস্য) আছিয়া করিম ও আহসানুল হক রুবেল, সম্পাদক (প্রকাশনা ও প্রচার) শফিউল আজম শামীম ও মুজতবা আহসান, সম্পাদক (ঐতিহ্য ও সংস্কৃতি) কাজী শামীমা শারমিন ও ফাহাদ বিন সিরাজ, সম্পাদক (পরিবেশ ও নগরায়ন) মোঃ মাহামুদুর রহমান ও খুরশীদ জাবিন হোসেন তৌফিক প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
নির্বাচন চলাকালীন সময়ে একাধিক প্রার্থীরা বলেন দুপুর থেকে খুব সুন্দর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আজকে পারিবারিক মিলনমেলায় পরিণত হয়েছে। যেহেতু এটি একটি সারা বাংলাদেশের যারা স্থপতি রয়েছেন তাদের সংগঠন তাই এই সংগঠনের আজকের এই নির্বাচন আগামী দিনে একটি উদাহরণ হয়ে থাকবে বলে জানান প্রার্থীরা। যেই জয়ী হবে তার সাথে এক হয়ে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন তারা।
একাধিক ভোটার বলেন, নির্বাচনে অংশ গ্রহণ করা সকল প্রার্থী আমাদের খুব আপনজন। সবাইকে তো জয়ী করতে পারবোনা তবে যেই জয়ী হবে সে সকলকে নিয়ে এই বাস্থই’র উন্নয়নে কাজ করবে এটা আমাদের প্রত্যাশা। বাস্থই’র সকল সদস্যদের সুখে-দুঃখে পাশে থাকবে এটাই আমাদের কাম্য।
নির্বাচন সুষ্ঠু হচ্ছে উল্লেখ করে প্রধান নির্বাচন কমিশনার বলেন, খুব সুন্দর পরিবেশে ভোট দিচ্ছেন ভোটাররা। নির্বাচনে যারা প্রার্থী রয়েছেন তারা সকল ধরনের নিয়ম নীতি মেনেই ভোটারদের কাছে ভোট চাইছেন। তাছাড়া যে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে এখানে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত আছেন। কোন ধরনের অভিযোগ পাওয়া যায় নি।