কয়রা,খুলনা প্রতিনিধিঃ খুলনার কয়রা উপজেলায় ২০২৫-২৬ নব নির্বাচিত আমীর মাওলানা মিজানুর রহমানকে ফুলের শুভেচ্ছা ও মতবিনিময় করেন সাবেক বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের বিভিন্ন নেতা কর্মীরা।
শুক্রবার সন্ধায় কয়রা উপজেলা জামায়াত অফিসে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সভায় উপস্থিত ছিলেন কয়রা সদর ইউনিয়নের আমীর মোঃ মিজানুর রহমান,জেলা ইউনিট সদস্য মোঃ আবুল কালাম, শ্রমিক কল্যাণ ফেডারেশন মোঃ শাহাবুদ্দিন , বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির খুলনা জেলা দক্ষিণের সাবেক অফিস সম্পাদক মোঃ মেহেদী হাসান রাসেল, নাকশা ওয়ার্ড সাবেক শিবিরের সভাপতি মুহাম্মদ নাজমুল হাসান, সাবেক সাথী মোঃ মাসুম বিল্লাহ, তহিদুল ইসলাম, নুরুজ্জামান, আসাদুল হক গোলাম রব্বানী, মোস্তাফিজুর রহমান, সাদ উদ্দিন, সাইফুল্লাহ (সোহাগ), ইয়াছিন আরাফাত (আকাশ) প্রমুখ।