সুজন আলী,রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা প্রশাসনের আয়োজনে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার (১৪ ডিসেম্বর ) সকাল ১১ টায় উপজেলা পরিষদ সভা কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় রাণীশংকৈল উপজেলা নির্বাহী অফিসার রকিবুল হাসানে’র সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ মুহা: আরশেদুল হক,
উপজেলা বিএনপি’র সভাপতি আতাউর রহমান, সম্পাদক আল্লামা ওয়াদুদ বিন নূর আলিফ, বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি নূর নবী, জামায়াতে ইসলামীর নায়েবে আমির মিজানুর রহমান, পৌর বিএনপির সভাপতি অধ্যাপক শাহাজান আলী, সম্পাদক মহসিন আলী, যুবদলের আহ্বায়ক অধ্যাপক মনিরুজ্জামান মনি, জামায়াতে ইসলামীর কর্মপরিষদের সদস্য আনিসুর রহমান, যুব সংঘের সভাপতি চাষী এনামুল হক, বীর মুক্তিযোদ্ধা শ্রী বিদেশি চন্দ্র রায় ও আবুল হোসেন। স্কাউটের সম্পাদক ফেরদৌস আলম মানিক, কমিশনার ইয়াকুব আলী, সমন্বয়ক তরিকুল ইসলাম তারেক, প্রেসক্লাব সভাপতি সফিকুল ইসলাম শিল্পী, সম্পাদক হুমায়ুন কবির, যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদসহ উপজেলার প্রশাসনের বিভিন্ন দাপ্তরিক কর্মকর্তা কর্মচারীবৃন্দ ও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।