বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ (৩০শে ডিসেম্বর) সোমবার সকাল ১০টায় দিনাজপুরের বিরামপুর উপজেলার প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে ১ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক অডিটরিয়ামে উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অধ্যয়ন রত শিক্ষার্থীদের বাংলা বিষয়ে পঠন দক্ষতা শতভাগ নিশ্চিতকরণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রুনা লায়লার সভাপতিত্বে বিরামপুর উপজেলার প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মামুনুর রশিদ মামুনের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার নাজিমউদ্দিন, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার জনোর্দন চন্দ্র দেব শর্মা, সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আল সিরাজ, বিরামপুর উপজেলার প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আনোয়ারুল ইসলাম, বিশ্বনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম রসূল আজম প্রমুখ। এ সময় অত্র উপজেলার সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন সহকারী শিক্ষক ও প্রধান শিক্ষক উপস্থিত ছিলেন।
উক্ত মতবিনিময় সভা শেষে ২০২৪ শিক্ষাবর্ষে বাৎসরিক মূল্যায়ন বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রুনা লায়লা ৫ জন শিক্ষকের হাতে সম্মাননা স্মারক তুলে দেন।
শতভাগ বিদ্যালয়ে উপস্থিতি বিষয়ে সম্মাননা স্মারক পুরস্কার লাভ করেন জগদীশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো: জিয়াউর রহমান, বিরামপুর রেল কলোনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা শামীমা আক্তার বানু,বিশ্বনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ আঃ রাজ্জাক।
শুদ্ধাচার (সময় সচেতনতা) বিষয়ে সম্মাননা স্মারক পুরস্কার লাভ করেন খয়েরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মঞ্জুরুর রহমান।