বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের বিরামপুরে নানান কর্মসূচির মধ্য দিয়ে ১লা জানুয়ারি বুধবার বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
বিরামপুর উপজেলা ও পৌর ছাত্রদলের আয়োজনে এদিন বিকেল ৪টায় বিএনপি মোড়ে অবস্থিত দলীয় কার্যালয় থেকে এক বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পৌর ছাত্রদলের আহবায়ক আমীর হামজার সভাপতিত্বে ও উপজেলা ছাত্রদলের আহবায়ক আসাদুজ্জামান বাবুর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র সভাপতি মিঞা শফিকুল আলম মামুন, সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহী চৌধুরী রুবেল, পৌর বিএনপি’র সভাপতি হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজু, জেলা বিএনপি’র সহ-সভাপতি তোছাদ্দেক হোসেন তোছা, জেলা বিএনপি’র সদস্য ভিপি কমর সেলিম ও মহসিন আলী রাজু, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আবদুল্লাহ আল নোমান, পৌর ছাত্রদলের সদস্য সচিব মারুফ রহমান মিঠু, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আবদুল্লাহ, পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক বাদশা মোহাম্মদ নাজ্জাসী প্রমূখ।
এসময় উপজেলা, পৌর, ইউনিয়ন ও ওয়ার্ড ছাত্রদলের বিপুল সংখ্যক নেতাকর্মী, বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষকদল ও শ্রমিকদলের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।