মোঃ মিজানুর রহমান,রাজশাহী (পুঠিয়া) প্রতিনিধিঃ (৩০ ডিসেম্বর) রোজ সোমবার পুঠিয়া মোল্লাপাড়া বাজার ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন (২০২৪) অনুষ্ঠিত হয়।
নির্বাচনে ১৭৯ ভোট পেয়ে সভাপতি পদে নির্বাচিত হন মো:মামুন হোসেন,তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মিঠু ভোট পান ১৩৭,সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন ১৩৭ ভোট পেয়ে মোঃ মইদুল হোসেন,তান নিকটতম প্রতিদ্বন্দ্বী ভোট পান শাজাহান ১৩৩,ক্যাশিয়ার পদে নির্বাচিত হন মোঃ মাহাবুর রহমান ১৩৪ ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাহাঙ্গীর আলম ভোট পান ১০৩।
প্রধান নির্বাচন কমিশনার আবু হায়াত মোঃ আসাদুজ্জামান জানান,ভোট সুস্থ হয়েছে এবং ভোটাররা ভোটকেন্দ্রে উৎসব আমেজের মাধ্যমে ভোট প্রদান করেছে তিনি আরো বলেন,সকাল ৯ টা থেকে একটানা দুপুর ১টা পর্যন্ত ভোট গ্রহণ করা হয়,তারপরে চলে ভোট গণনা,গণনা শেষে ফলাফল ঘোষণা করা হয়,এ সময়ে আমার সহযোগী হিসাবে উপস্থিত ছিলেন,মোঃ হাবিবুর রহমান মো: সাইদুল ইসলাম,মো:বেলাল হোসেন, মো:মাহাবুর আলম মিন্টু।
এ বিষয়ে পুঠিয়া থানার ওসি কবির হোসেন বলেন,সকাল থেকে দক্ষতার সাথে আমরা ভোট কেন্দ্রের টহল ছিল জোরদার কোন অপ্রীতিকর ঘটনা ছাড়া,সুস্থভাবে শেষ হয়েছে মোল্লাপাড়া বাজার ব্যবসায়ী সমিতির এি-বার্ষিক নির্বাচন।