মোঃ সিফাত হোসেন,পটুয়াখালী (দুমকি) প্রতিনিধিঃ পটুয়াখালীর দুমকি পায়রা সেতু টোল প্লাজা এলাকা থেকে ৩বস্তা পলিথিনসহ ১জনকে আটক করেছে দুমকি থানা পুলিশ।
সোমবার (১৩জানুয়ারী) রাত ১১টায় পায়রা সেতু টোল প্লাজার চেকপোস্টে এসআই আমিনুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে মোঃ রবিউল মল্লিক (২৫) পিতা জলিল মল্লিক, গ্রাম দুধলমৌ, উপজেলা বাকেরগঞ্জের, জেলা বরিশাল ৩বস্তা পলিথিন নিয়ে অটো রিকশায় যাওয়ার পথে আটক করে।
পরে দুমকি উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শাহীন মাহমুদ এর ভ্রাম্যমাণ আদালত আটককৃত রবিউল মল্লিককে ১হাজার টাকা অর্থদণ্ড ও আটককৃত ৩বস্তা পলিথিন জব্দ করে।
দুমকি থানার অফিসার ইনচার্জ মোঃ জাকির হোসেন সত্যতা নিশ্চিত করে জানান, জব্দকৃত পলিথিনের মূল্য আনুমানিক ৬০ হাজার টাকা।