

ভোলা প্রতিনিধি // দৈনিক প্রতিদিনের কাগজ-এর গাজীপুর প্রতিনিধি আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে এবং খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ভোলায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৮ আগস্ট) বিকেলে ভোলা প্রেসক্লাবের আয়োজনে আয়োজিত এই কর্মসূচিতে জেলার বিভিন্ন গণমাধ্যমকর্মী অংশ নেন। বক্তারা বলেন, সত্য সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক তুহিনকে যেভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে, তা তত্ত্বাবধায়ক সরকারের জন্য চরম লজ্জাজনক। তারা অবিলম্বে খুনিদের গ্রেফতার করে দ্রুত বিচার আইনে মৃত্যুদণ্ড কার্যকরের দাবি জানান। বক্তারা আরও সতর্ক করে বলেন, এই হত্যাকাণ্ডের বিচার যেন সাগর-রুনি হত্যার মতো বিলম্বিত না হয়; অন্যথায় জনগণ নিজেরাই বিচারের ব্যবস্থা করবে। মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন—দৈনিক আজকের ভোলা-এর সম্পাদক আলহাজ্ব সওকাত হোসেন, কাল বেলা জেলা প্রতিনিধি ওমর ফারুক, আমার দেশ জেলা প্রতিনিধি ইউনুছ শরীফ, ভোলার বাণী সম্পাদক মাকসুদুর রহমান, চ্যানেল আই প্রতিনিধি হারুনুর রশিদ, সাংবাদিক এম এ বারি, মোবাশ্বরে উল্লাহ চৌধুরী, কামরুল আহসান মুকুল, আজকের পত্রিকা প্রতিনিধি শিমুল চৌধুরী, একুশে টেলিভিশন প্রতিনিধি মেজবাউদ্দিন শিপু, মানবজমিন প্রতিনিধি অ্যাডভোকেট মনিরুল ইসলাম, ডিবিসি নিউজ প্রতিনিধি এইচ এম জাকির, ভোরের কাগজ প্রতিনিধি এইচ এম নাহিদ, ভোলা টাইমস সম্পাদক মোহাম্মদ আলী জিন্না রাজিব, ভোলা মিডিয়া ক্লাব সভাপতি জামাল উদ্দিন, ভোলা জার্নালিস্ট ফোরামের সভাপতি অ্যাডভোকেট শাহীন কাদের, সাংবাদিক মশিউর রহমান পিংকু, কালের কণ্ঠ প্রতিনিধি ইকরামুল আলম, দৈনিক সংগ্রাম প্রতিনিধি আব্দুর রহমান হেলাল, সংস্কৃতিকর্মী মনের চৌধুরী, সাংবাদিক মনের সাজোয়াল, শাহরিয়ার মিলন প্রমুখ। মানববন্ধন শেষে প্রেসক্লাব মিলনায়তনে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।