

আবদুর রহমান: গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যাসহ সারাদেশে সাংবাদিক নিপীড়ন ও হত্যার প্রতিবাদে নরসিংদীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধন শেষে সাংবাদিক সুরক্ষা আইন দ্রুত বাস্তবায়ন সহ ছয় দফা দাবি উল্লেখ করে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি পেশ করেন নরসিংদী রিপোর্টার্স ক্লাবের সাংবাদিকবৃন্দ ও জেলায় কর্মরত সংবাদকর্মীরা। নরসিংদী রিপোর্টার্স ক্লাবের সভাপতি তুষার মিত্রের সভাপতিত্বে ও নরসিংদী রিপোর্টার্স ক্লাবের সিনিয়র সহ-সভাপতি আবদুর রহমান এর সঞ্চালনায় বক্তব্য রাখেন নরসিংদী রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক সোহাগ মিয়া, নরসিংদী প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও ইত্তেফাক পত্রিকার সংবাদকর্মী বাবু নিবারণ রায়, শিক্ষাবিদ ডা. মশিউর মৃধা, পলাশ উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নুরে আলম রনি, মাধবদী থানা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শাওন খন্দকার শাহিন ও রায়পুরা রিপোর্টার্স ক্লাবের তৌফিকুর রহমানসহ জেলা ও উপজেলা পর্যায়ের সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ। রবিবার (১০ আগস্ট) সকালে অনুষ্ঠিত মানববন্ধনে তুহিন হত্যার বিচার দ্রুত কার্যকর করা সহ বিগত দিনের সকল সাংবাদিক হত্যাকাণ্ডের বিচার নিষ্পত্তির দাবি জানানো হয়। এছাড়া, ছয় দফা দাবিতে উল্লেখ করা হয়েছে: ১. সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতকরণ: সাংবাদিকদের উপর সকল প্রকার শারীরিক হামলা ও মানসিক নির্যাতনের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং হামলাকারীদের দ্রুত বিচার নিশ্চিত করতে হবে। ২. পেশাগত পরিবেশের উন্নয়ন: সাংবাদিকদের জন্য একটি নিরাপদ ও সুষ্ঠু কর্মপরিবেশ নিশ্চিত করতে হবে। পাশাপাশি, তাদের ন্যায্য মজুরি, জীবনযাত্রার মান উন্নয়ন ও অন্যান্য পেশাগত সুযোগ-সুবিধা প্রদান করতে হবে। ৩. হয়রানিমূলক মামলা প্রত্যাহার: সাংবাদিকদের বিরুদ্ধে দায়েরকৃত সকল হয়রানিমূলক ও মিথ্যা মামলা দ্রুত প্রত্যাহার করতে হবে এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা রোধে কার্যকর পদক্ষেপ নিতে হবে। ৪. তথ্য প্রাপ্তির অধিকার নিশ্চিতকরণ: সাংবাদিকদের তথ্য সংগ্রহের অধিকার নিশ্চিত করতে হবে এবং তাদের কাজে কোনো বাধা দেওয়া যাবে না। ৫. স্বাধীন প্রেস কাউন্সিল গঠন: একটি স্বাধীন ও শক্তিশালী প্রেস কাউন্সিল গঠন করতে হবে, যা সাংবাদিকদের অধিকার রক্ষা ও পেশাগত মান উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবে। ৬. গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতকরণ: গণমাধ্যমকে সকল প্রকার রাজনৈতিক প্রভাব ও চাপমুক্ত রাখতে হবে, যাতে তারা নিরপেক্ষভাবে সংবাদ পরিবেশন করতে পারে।