

শহীদ জিয়ার আদর্শ সৈনিক,মোঃ সানোয়ার হোসেন যাদু পুঠিয়া প্রতিনিধি: মোঃ মিজানুর রহমান মোঃ সানোয়ার হোসেন যাদু পিতা মৃত বীর মুক্তিযোদ্ধা আনোয়ার,সেক্টর কমান্ডার রাজশাহী জেলা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সহ-সভাপতির দায়িত্ব পালন করেন। মোঃ সানোয়ার হোসেন যাদু,রাজনৈতিক সময়কাল ১৯৮৬ সাল,আওয়ামী লীগ জাতীয় পার্টির সহিত আতাত করে নির্বাচন অংশগ্রহণ করলে, বিএনপি সেই নির্বাচন বয়কট করে,সেই সময় বিএনপির রাজশাহী জেলার আহ্বয়ক উত্তরবঙ্গের সিংহ পুরুষ রাজপথের লড়াকু সৈনিক শহীদ জিয়ার আদর্শ গাথা বিএনপি’র প্রতিভাবান নেতা আবু সাঈদ চাঁদ প্রতিবাদ করে সেই প্রতিবাদ করাই আবু সাঈদ চাঁদ কে ১ নং আসামি ও ৭ নং আসামি মোঃ সানোয়ার হোসেন জাদু ৫ ম শ্রেণীতে অধ্যায়নাত। সেই মামলায় শিশু মোঃ সানোয়ার হোসেন যাদু ৫২ দিন কারাভোগ করে। ১৯৯৮ সালে বানেশ্বরে ১৪৪ ধারা ভঙ্গ জননিরাপত্তা আইনে আওয়ামী লীগের মিথ্যা মামলায়,ও বিড়ালদহ নয়াপাড়া হত্যার মিথ্যা মামলা সহ ২৮ টি মামলা,দেওয়া হয় মোঃ সানোয়ার হোসেন যাদুকে। ২০২২ সালে শিবপুর উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপি’র প্রোগ্রামে বিএনপি নেতা আবু সাঈদ চাঁদ সাহেবের একটি বক্তব্যকে কেন্দ্র করে চারঘাট থানায় বিস্ফোরক মামলা, সেই মামলায় গ্রেফতার হন রাজশাহী জেলা বিএনপির আহবায়ক আবু সাঈদ চাঁদ,সেই মামলার আসামি হন মোঃ সানোয়ার হোসেন যাদু,সেই সময় ফ্যাসিস সরকারের বিরুদ্ধে দীর্ঘ সংগ্রাম করে নিজের জীবনকে উৎসর্গ করে বিএনপি দলকে ভালোবেসে,মামলা হামলা নির্যাতন নিপীড়ন শয়ে রাজপথ কাঁপিয়েছেন মোঃ সানোয়ার হোসেন যাদু। ৫ আগস্ট এর আগে বিএনপির লাগাতার সক্রিয় আন্দোলনের অংশগ্রহণ করার কারণে,পাঁচটি এজাহার ভুক্ত ও চারটি শোন এরেস্ট হয়ে ৭৯ দিন কারাভোগ করেন,মোঃ সানোয়ার হোসেন যাদু। মোঃ সানোয়ার হোসেন যাদু ফ্যাসিস সরকারের মিথ্যা মামলার সংখ্যা,২৭,চলমান ১৬,হত্যা সহ মামলা ১০,একটিতে তিন বছরের জেল,৮ বার ডিটেনশন,যার রক্তে মাংসে মিশিয়ে আছে শহীদ জিয়াউর রহমানের আদর্শ। মোঃ সানোয়ার হোসেন যাদু ছাত্র জীবন থেকেই বিএনপি রাজনীতির সাথে সক্রিয়,১৯৯৬ থেকে ৯৮ সাল পর্যন্ত বানেশ্বর সরকারি কলেজের ছাত্রদলের সভাপতি ছিলেন,সহ-সভাপতি রাজশাহী জেলার ছাত্রদলের দায়িত্ব পালন করেন,ও দুইবারের আহ্বায়কের দায়িত্ব পালন করেন পুঠিয়া উপজেলা যুবদলের,ও এক নাম্বার সহ-সভাপতি দায়িত্ব পালন করেন রাজশাহী জেলা যুবদল।