

সাইফুর রহমান শামীম, কুড়িগ্রাম।। আগামী ১৯ সেপ্টেম্বর ২০২৫ ইং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ( চাকসু ) নির্বাচনে ছাত্র অধিকার পরিষদ প্যানেল থেকে সমাজ সেবা সম্পাদক পদে প্রার্থী হিসেবে স্থান পেয়েছে কুড়িগ্রাম সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নের কাজীপাড়া গ্রামের মোঃ আক্কাস আলী ড্রাইভার এর পুত্র দৃষ্টি প্রতিবন্ধী মেহেদী হাসান। সে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২০২৪ শিক্ষা বর্ষের আইন বিভাগের মেধাবী ছাত্র। মেহেদী হাসান জানান, প্রতিবন্ধী শিক্ষার্থীরা সাধারণ শিক্ষার্থীর মত কথা বলার সুযোগ থাকলেও অনেক জটিলতা কাটিয়ে উঠতে হয়। তাই অন্যান্য শিক্ষার্থীর মতো নিজেদের একটি জায়গা করে নেয়া খুবই কষ্টসাধ্য। তাই চাকসু নির্বাচনে একটি প্রতিনিধিত্ব জায়গা থাকা উচিত। এ চিন্তা মাথায় রেখে আমি নির্বাচনে অংশ নিয়েছি। মেহেদী হাসান আরো জানান একজন দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থী হিসেবে নিজের কিছু কথা নিয়ে আসলাম। বিশ্ববিদ্যালয় জীবনে স্বাভাবিক মানুষদের মত আমাদের কথা বলার সেই জায়গা টা থাকলেও, অনেক রকমের জটিলতার সন্মুখীন হতে হয় আমাদের৷ নানান জটিলতা কাটিয়ে উঠতে উঠতে আমাদের বিশ্ববিদ্যালয় জীবন পার হয়ে যায়। অন্যান্য শিক্ষার্থীদের মতো নিজেদের একটি জায়গা করে নেওয়াও আমাদের অনেকের ক্ষেত্রে কষ্টসাধ্য বিষয়। আমাদেরও কিছু ইচ্ছা, আকাঙ্ক্ষা থাকে যেগুলো আসলে একজন সুস্থ স্বাভাবিক শিক্ষার্থীর মতো পূরণ করার সাধ্য আমাদের নেই। আমি ব্যক্তিগতভাবে মনে করি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের কন্ঠস্বর চাকসু তে আমাদের ও একটি প্রতিনিধিত্ব করার জায়গা থাকা উচিৎ, যেখানে আমি শুধু আমার মতো শিক্ষার্থীদের প্রতিনিধি না হয়ে পুরো ২৮ হাজার শিক্ষার্থীর প্রতিনিধিত্ব করবো। সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমাকে একজন সুস্থ স্বাভাবিক শিক্ষার্থীর সাথে প্রতিদ্বন্দ্বিতায় যেতে হচ্ছে। একটি নির্বাচনে অংশগ্রহন করতে গেলে অনেক রকমের ক্যাম্পেইন, প্রচার-প্রচারণার জায়গা থাকে। একজন সুস্থ স্বাভাবিক শিক্ষার্থী যেমনভাবে সকল শিক্ষার্থীর কাছে সহজেই পৌছাতে পারে। সেরকম ভাবে পৌছানোর সুযোগ একজন দৃষ্টিশক্তিহীন শিক্ষার্থীর হয়ে ওঠে না। হলেও, তাকে অনেকটা জটিলতার মধ্য দিয়েই যেতে হয়। তাই এখানে প্রতিযোগিতা টা অসম হয়ে যায়। দাবি সকল প্রতিবন্ধী শিক্ষার্থীরা বুঝে পাক তাদের ন্যায্য অধিকার। বৈষম্য শিকার যাতে না হয় কোন শিক্ষার্থী এ লক্ষ্যে আমার কাজ করার অঙ্গীকার। তার সহপাঠি ও কুড়িগ্রাম জেলার বন্ধুদের মতে মেহেদী হাসান দৃষ্টি প্রতিবন্ধী হলেও সব সময় ইতিবাচক চিন্তা ও কাজের মাধ্যমে অনুপ্রেরণা জুগিয়েছে। বৈষম্য দূর করন ও ছাত্রদের অধিকার আদায়ে তার সাহসিকতা যথেষ্ট রয়েছে।। মেহেদী হাসানের দাবি শুধু তার পদ নয় ছাত্রদের ন্যায্য অধিকার আদায়ে এবং বিশ্ববিদ্যালয়ের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে চাকসু নির্বাচনে সাধারণ শিক্ষার্থীরা ছাত্র অধিকার পরিষদ প্যানেলকে বিপুল ভোটে নির্বাচিত করবে