

বিপ্লব তালুকদার নাটোর প্রতিনিধি :নাটোরের সিংড়ায় মোঃ রাব্বি হোসেন (৫) নামে এক শিশুর রহস্যজনক মৃত্যুর খবর পাওয়া গেছে। শুক্রবার (১৫ আগষ্ট) সকাল আনুমানিক আটটার দিকে নাটোর জেলার সিংড়া থানাধীন সিংড়া পৌরসভার ৭ নং ওয়ার্ডের নিঙ্গইন ছিটাপাড়া এলাকায় এঘটনা ঘটে। নিহত শিশু রাব্বি হোসেন ওই এলাকার মোঃ আমিরুল ইসলামের ছেলে। জানা যায়, নিহত ওই শিশুর পিতা আমিরুল ইসলাম পেশায় রাজমিস্ত্রী। নিহত শিশুর পিতা ওই শিশুর নিজ মা রুনা বেগম কে দুইবছর আগে ডিভোর্স দেয়। বর্তমানে রুনা বেগম বন্দর এলাকায় তার বাবার বাড়িতে বসবাস করছিল। নিহত ওই শিশু গতকাল বৃহঃস্পতিবার দিবাগত রাত এগারোটার দিকে তাহার সৎ মায়ের সাথে ঘুমিয়ে ছিলো ও সকালে তার রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটে। তিনি প্রতিদিনের ন্যায় ভোর পাঁচারটার দিকে বাড়ি থেকে বের হয়ে কাজের উদ্দেশ্য বের হয়ে যায়, এবং আটটার দিকে স্থানীয় লোকজন এর কাছ হতে জানতে পারে যে তাহার বাড়িতে কোন সমস্যা হয়েছে। দ্রুত বাড়িতে গিয়ে দেখে তাহার ৫বছরের শিশু সন্তান মৃত্যু অবস্থায় বিছানায় পড়ে আছে। স্থানীয়রা বিষয় টি জানার পরে সিংড়া থানাপুলিশ কে খবর দিলে ঘটনাস্থলে পুলিশ পরিদর্শন করে নিহত শিশুর লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, প্রাথমিকভাবে এটি একটি অস্বাভাবিক মৃত্যু বলে মনে হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরে মৃত্যুর কারণ জানা যাবে।