

এম এ সালাম রুবেল স্টাফ রিপোর্টারঃ ঠাকুরগাঁও জেলার ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া ডিগ্রী কলেজ শাখা ছাত্রদলের ৬ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দিয়েছে জেলা ছাত্রদল। এতে মো: সাহেদ আলী সভাপতি এবং মো: মুন্নাফ আলী সুজনকে সাধারণ সম্পাদক করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) ২০২৫ ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের সভাপতি মো: কায়েস ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো: রেজুওয়ানুল হক রেজুর স্বাক্ষর করা বিজ্ঞপ্তিতে এই কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। কমিটিতে মো জাকির হোসেন (জ্যাকি) সিনিয়র সহ-সভাপতি, মো: লিটন ইসলামকে সহ সভাপতি, মো: বিপুল ইসলামকে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, মো: রাতুল ইসলাম রিফাতকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে। বিজ্ঞপ্তিতে নতুন কমিটির নেতাদের আগামী ৩০ দিনের মধ্যে কমিটি পূর্ণাঙ্গ করতে বলা হয়।