

পুঠিয়া প্রতিনিধি: মোঃ মিজানুর রহমান রাজশাহীর পুঠিয়ায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে বিশেষ দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ১৫ আগষ্ট বাদ আছর পুঠিয়া উপজেলা মডেল মসজিদে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,পুঠিয়া উপজেলা বিএনপি আহ্বায়ক আবু বকর সিদ্দিক,প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল। এছাড়াও উপস্থিত ছিলেন,জেলা যুবদলের শাকিল আহমেদ,জেলা যুবদলের ফারুক হোসেন,জেলা যুবদলের রানা মন্ডল,উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু হায়াত, সাবেক পৌর মেয়র আসাদুজ্জামান আসাদ,যুগ্ম আহ্বায়ক রাকিবুল ইসলাম রাকিব,যুগ্ম আহ্বায়ক ফরহাদ আলী রাসেদ। পৌর ছাত্রদলের আহ্বায়ক সানোয়ার হোসেন জনি,যুগ্ম আহ্বায়ক হাবিবুর বাসার,বিএনপি নেতা হাফিজুল ইসলাম,শহিদুল ইসলাম,আলী আজগর,মিজানুর রহমান মিজান,মাহাবুব আলম মিঠু ,রনি,বেলাল,তোতা,আজ্জিজ সহ অসংখ্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে,বেগম জিয়ার রোগ মুক্তি ও শহীদ জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা ও তারেক রহমানের সু-স্বাস্থ্য কামনা ও সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। দোয়া শেষে সকলের মাঝে তবারক বিতরণ করা হয়।