

পীরগঞ্জ প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম বলেছেন, যে রাজনৈতিক দল জামায়াতের সঙ্গে জোট করে নির্বাচনে যাবে, তাদের বিজয়ী করার দায়িত্বও জামায়াতের। বুধবার বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামী’র ঠাকুরগাঁও জেলা শাখার আয়োজনে পীরগঞ্জ পৌর অডিটোরিয়ামে সম্মেলন তিনি এই সব কথা বলেন। তিনি আরো বলেন, জামায়াতের বহুনেতা কর্মী জেল জুলুম হয়েছিল আজ গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় জামায়াতকে সবসময় জনগণের পাশে থাকতে হবে, জোটবদ্ধ প্রার্থীকে নির্বাচিত করতে জামায়াত সর্বাত্মক সহযোগিতা করবে। জামায়াতে ইসলামী’র ঠাকুরগাঁও জেলা আমীর অধ্যাপক বেলাল উদ্দীনের প্রধানের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন রংপুর অঞ্চলের জামায়াতে ইসলামীর টিম সদস্য মাওলামা আব্দুল হাকিম, দলটির কেন্দ্রীয় মজলিশের সুরা সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সহকারী সেক্রেটারি দেলাওয়ার হোসেন, দিনাজপুর জেলা আমীর আনিসুর রহমান, ঠাকুরগাঁও-৩ আসনে জামায়াত মনোনীত প্রার্থী মিজানুর রহমান মাস্টার সহ অনেকে। এসময় জেলা বিভিন্ন উপজেলার জামায়াত ইসলামীর ওয়ার্ড সভাপতি ও সাধারণ সম্পাদকগনসহ স্থানীয় গনমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।