

পুঠিয়া প্রতিনিধিঃ মোঃ মিজানুর রহমান বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের বার্তা নিয়ে লিফলেট বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে শনিবার (৩০ সেপ্টেম্বর) বৈকাল ৩ টার সময় দুর্গাপুর থানার আওতাধীন ৭নং জয়নগর ইউনিয়ন ৭নং জয়নগর বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে হাট কানপাড়া বাজারে এই লিফলেট বিতরণ আলোচনা সভা অনুষ্ঠিত হয় হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, আব্দুর রাশিদ সাবেক মেম্বার ৭নং ওয়ার্ড জয়নগর ইউনিয়ন। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: অধ্যাপক আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম মন্ডল সাবেক উপজেলা চেয়ারম্যান ও জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী (২০০৮ ও ২০১৮ ইং) পুঠিয়া-দুর্গাপুর। আরো উপস্থিত ছিলেন: মোঃ আবু বাক্কার সিদ্দিক, (সদস্য দূর্গাপুর উপজেলা বিএনপি) মোঃ রাকিবুল ইসলাম রুকু, সাবেক (সাংগঠনিক সম্পাদক পানানগর ইউনিয়ন বিএনপি), মোঃ মোশারফ, সাবেক (সভাপতি দূর্গাপুর উপজেলা যুবদল), মোঃ জহুরুল ইসলাম (সাবেক সভাপতি দেলুয়াবারী ইউনিয়ন যুবদল) অধ্যাপক সোহেল আহমেদ সাবেক সাধারন সম্পাদক পুঠিয়া পৌর বিএনপি। অধ্যাপক কামরুল ইসলাম যুগ্ম আহবায়ক পুঠিয়া ইউনিয়ন বিএনপি, মোঃ মাসুদ রানা সদস্য রাজশাহী জেলা যুবদল, মোঃ সাজ্জাদ হোসেন যুগ্ন আহবায়ক পুঠিয়া ইউনিয়ন বিএনপি, মোঃ আজাদ মন্ডল, সাবেক সহ সভাপতি পুঠিয়া পৌর বিএনপি, মোঃ মমিনুল ইসলাম কুসুম, পুঠিয়া পৌর বিএনপি নেতা, মোঃ মিঠন সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রাজশাহী জেলা ছাত্র দল। মোঃ হাশেম আলী, সদস্য রাজশাহী জেলা ছাত্রদল, মোঃ ইলিয়াস আলী ১নং যুগ্ন আহবায়ক উপজেলা ছাত্রদল, মোঃ মনজুর রহমান (উপজেলা যুবদল সাবেক সহ সাংগঠনিক সম্পাদক) মোঃ ইলিয়াস হোসেন যুগ্ন আহবায়ক দূর্গাপুর উপজেলা শ্রমিক দল, মোঃ জাকিরুল ৫নং ঝালুকা ইউনিয় স্বেচ্ছাসেবক দল। অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম মন্ডল বলেন: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জনগণের গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে সংবিধান সংস্কার, জাতীয় সমন্বয় কমিশন, অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালুসহ জনগণের আকাঙ্খা পূরণে ৩১ দফা দাবি উত্থাপন করেছেন। সেই দাবি সবার মধ্যে পৌঁছে দেয়া দরকার। তাই আজকে সেই দাবি সবার কাছে পৌঁছে দিচ্ছি। স্বৈরাচারী শাসনব্যবস্থার মধ্য দিয়ে পতিত স্বৈরাচার দেশের প্রতিটি প্রতিষ্ঠান যেভাবে ধ্বংস করেছে, তা থেকে দেশ ও জাতিকে রক্ষা করতে হবে। এ জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের বিকল্প নেই। তিনি আরো বলেন আমি মনোনয়ন প্রত্যাশী,আমাকে বাদ দিয়ে অন্য কাউকে মনোনয়ন দিলে তাকেই নির্বাচিত করতে হবে।