

পুঠিয়া প্রতিনিধি:
মোঃ মিজানুর রহমানরাজশাহীর পুঠিয়া উপজেলার জিউপাড়া ইউনিয়নের সৈয়দপুর গ্রামে ১০ বছর পূর্বে বায়না নামা ও কোন কাগজ পত্র ছাড়াই মুখের কথায় জমি কিনে এখন প্রতারিত হচ্ছেন ক্রেতা আক্তার আলী জমিকে কেন্দ্র করে দুই পক্ষের দ্বন্দ্বে এখন হয়েছেন মামলার আসামি।স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন থেকে আক্তার আলী জমিতে আবাদ করে আসছেন। হঠাৎ গত ২০ আগষ্ট আনুমানিক বিকেল ৩ টার সময় নজরুল ইসলামের বাড়ির কাছে আক্তার আলী সাথে কথা কাটাকাটি হচ্ছে হঠাৎ এক পর্যায়ে কোথা থেকে ধারালো হাসি নিয়ে নজরুল ইসলামের মেয়ের সঙ্গে আক্তার আলীর ধস্তাধস্তি একপর্যায়ে নজরুল ইসলামের মেয়ে শরিফা খাতুনের গলায় হাসি লেগে সে আহত হন। পরে সবাই মিলে ধরে তাকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়।আহত শরীফ খাতুন জানান, আমাদের বাসার পাশে একটি বাসাতে বিয়ের অনুষ্ঠান চলছিলো । আমি অনুষ্ঠানে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হতেই আক্তার আলী ও তার দুই ছেলে বাবু এবং আকরাম আলী এই তিনজন আমাকে আইসা দিয়ে গলায় আঘাত করে । আমার চিৎকারে আশেপাশের লোক এসে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়। আমি এ বিষয়ে কে কেন্দ্র করে রাজশাহী কোর্টে একটি মামলা দায়ের করেছি।এ বিষয়ে আখতার আলী বলেন,আমি জমি থেকে বাড়ি ফেরার পথে শরিফা খাতুন একটি হাসুয়া নিয়ে আমার দিকে তেড়ে আসে আমি জীবন রক্ষার্থে তার হাসুয়া ধরে ফেলি এক পর্যায়ে ধস্তাধস্তি সময় আশুয়া শরিফা খাতুনের গলার নিচে টান লাগে,আমার চিৎকারে এলাকাবাসী এগিয়ে এসে আমাকে রক্ষা করে,শরিফা খাতুন যেই অভিযোগ তুলেছে সেটা মিথ্যা ও ভিত্তিহীন। আমি এ বিষয়ে থানায় একটি সাধারণ ডাইরি করেছি।অভিযোগের বিষয়ে পুঠিয়া থানার (ওসি) কবির হোসেন জানান, এ বিষয়ে থানায় একটি সাধারণ ডাইরি হয়েছে।তদন্ত শেষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।