

বিপ্লব তালুকদার নাটোর প্রতিনিধি : নাটোর শহরের মাদরাসা মোড়ে অবস্থিত জনসেবা হাসপাতালের কক্ষে থেকে হাসপাতালের মালিক ও বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) নাটোর জেলা শাখার আহ্বায়ক ডা. আমিরুল ইসলামের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে এ মরদেহ উদ্ধার করা হয়। হাসপাতাল সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো রোববার রাতে অপারেশন শেষে তিনি হাসপাতালের সংরক্ষিত কক্ষে ঘুমাতে যান। তবে সোমবার দুপুরের পরও কক্ষ থেকে বের না হওয়ায় স্টাফরা ডাকাডাকি করেন। সাড়া না পেয়ে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করলে গলাকাটা মরদেহ দেখতে পান। ডা. আমিরুল ইসলামের ভাই ও হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক রফিকুল ইসলাম রফিক বলেন, “আমার ভাই হত্যাকাণ্ডের শিকার। এ ঘটনায় যারা জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।” ঘটনাস্থল পরিদর্শন শেষে বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, “এই মৃত্যু অত্যন্ত দুঃখজনক। অবিলম্বে দায়ীদের গ্রেফতার করে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে।” এ ঘটনায় বিএমএ নাটোর জেলা শাখার সদস্যসচিব ডা. আবুল কালাম আজাদ গভীর শোক প্রকাশ করে দ্রুত হত্যাকারীদের গ্রেফতারের দাবি জানিয়েছেন। নাটোর থানার ওসি মাহবুবর রহমান জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হয়েছে এবং তদন্ত চলছে। এদিকে জেলা পুলিশ সুপার আমজাদ হোসাইন জানিয়েছেন, নিহতের গলা কাটা ছাড়াও তার যৌনাঙ্গে আঘাতের চিহ্ন রয়েছে। এছাড়া কক্ষ থেকে যৌন উত্তেজক ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। তিনি বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পরিচিত কেউ কক্ষে প্রবেশ করে হত্যার পর স্বয়ংক্রিয় দরজা বন্ধ করে দিয়েছে। আমরা সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছি, তথ্য-প্রযুক্তির সহায়তায় দ্রুতই হত্যাকারীকে গ্রেফতার করা সম্ভব হবে।”