

পুঠিয়া প্রতিনিধিঃ মোঃ মিজানুর রহমান ২৯ আগস্ট রোজ শুক্রবার সকাল দশটায় পুঠিয়া রাজবাড়ী গেস্টরুমে,পুঠিয়া উপজেলা ক্রিয়া সংস্থার আয়োজনে,বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পুঠিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা,জনাব এ,কে,এম,নূর হোসেন নির্ঝর পুঠিয়া উপজেলায় দীর্ঘদিন কর্মরত ছিলেন,কর্মরত থাকা কালে বিভিন্ন খেলাধুলায় আগের চেয়ে বর্তমানে পুঠিয়া উপজেলাকে দেশ ও বিদেশের কাছে পরিচিতি এনে দিয়েছে পুঠিয়া উপজেলার। তার এই অক্লান্ত পরিশ্রমে তিনি খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে উজ্জীবিত করেছে,তার চলে যাওয়াতে উপজেলার ক্রিয়াঙ্গণে যেন এক শকের ছায়া নেমে এসেছে। বর্তমানে বিদেশে উচ্চশিক্ষা জন্য পাড়ি দিবেন,তারই প্রেক্ষাপটে এই বিদায় অনুষ্ঠান আয়োজন করা হয়। জনাব এ কে,এম,নূর,হোসেন নির্ঝর যতদিন পুঠিয়া উপজেলায় ছিলেন তার অক্লান্ত পরিশ্রমে উপজেলায় অসংখ্য উন্নয়নমূলক কাজের মধ্যে দিয়ে সাধারণ মানুষ ও হতদরিদ্র মানুষের মনে এক বড় জায়গা করে নিয়েছে। উক্ত অনুষ্ঠানে সাধারণ জনগণ বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা এ,কে,এম, নূর হোসেন নির্ঝর পুঠিয়া কে উন্নত করার জন্য সকলস্তরের মানুষের সাথে কাজ করে পুঠিয়া কে অনেক সমৃদ্ধ ও একটি শান্তি উপজেলা উপহার দিয়েছেন। তিনি উপজেলার প্রত্যেকটি মানুষের হৃদয়ে গাথা থাকবে তার নাম। মাদক ছেড়ে খেলাধুলার প্রতি যুব সমাজকে সামনে এগিয়ে নিতে তিনি ছিলেন পুঠিয়ার এক উজ্জ্বল নক্ষত্র। এই সময় উপস্থিত ছিলেন,উপজেলা ক্রিয়া সংস্থার আহ্বয়াক জনাব এ,কে,এম, নূর হোসেন নির্ঝর। আরো উপস্থিত ছিলেন,সদস্য সচিব রুহুল আমিন,উপজেলা ক্রিয়া সংস্থার সাংবাদিক মোঃ মিজানুর রহমান। উপজেলা ক্রিয়া সংস্থার সদস্য,মোঃ রিকো মন্ডল,মোঃ আলিফ হোসেন দ্বীপ,মোঃ সাফিন আখতার,মোঃ মোখলেসুর রহমান। ও সহকারী কমিশনার (ভূমি) পুঠিয়া,রাজশাহী জনাব শিবু দাশ। এছাড়া উপস্থিত ছিলেন,ছাত্র প্রতিনিধি,মেহেদী হাসান,ইয়াসির আরাফাত প্রিন্স,মোখলেসুর রহমান বিজয়,মো:রায়হান,রাজশাহী জেলার অন্যতম ফুটবল রেফারি মো: ফরহাদ বেপারী, দৈনিক প্রতিদিনের সংবাদ পত্রিকার সাংবাদিক আবু হাসাদ( কামাল)। উপস্থিত ছিলেন স্বনামধন্য ধারাভাষ্যকার,কামাল হোসেন,মোঃ শরিফুল ইসলাম সহ উপস্থিত ছিলেন পুঠিয়া ফুটবল একাডেমীর খেলোয়ার ও কর্মকর্তাবৃন্দ ছাড়াও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।