

মো: নুরনবী বোরহানউদ্দিন (ভোলা জেলা) প্রতিনিধি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী ব্যতিক্রমধর্মী নানা কর্মসূচি পালন করা হয়েছে। ভোলার বোরহানউদ্দিন উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বুধবার (০৩ সেপ্টেম্বর ২০২৫) সকালে উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে, উপজেলা ও পৌরসভাসহ সকল সহযোগী সংগঠনের সমন্বয়ে বিশাল র্যালি বের হয়। র্যালিটি বোরহানউদ্দিন বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। পরে দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বোরহানউদ্দিন উপজেলা বিএনপির আহ্বায়ক মাফরুজা সুলতানা’র সভাপতিত্বে ও উপজেলা যুবদলের সদস্য সচিব জসিমউদদীন খান এর সঞ্চালনায়, এসময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব কাজী এডভোকেট আজম, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সরোয়ার আলম খান, যুগ্ম আহ্বায়ক শহিদুল আলম নাসিম কাজী, মনজুরুল ইসলাম ফিরোজ কাজী, উপজেলা যুবদলের আহবায়ক শিহাব উদ্দিন হাওলাদার, যুগ্ম আহ্বায়ক ফকরুল আলম মিঠু, সাইদুর রহমান শাহিন,পৌর বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান কবির মিয়া, পৌর যুবদলের আহবায়ক মো. হেলাল মুন্সি, সদস্য সচিব জাফর মৃধা, উপজেলা সেচ্ছাসেবকদলের সদস্য সচিব আতিক আসলাম রুবেল, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক দানিশ চৌধুরী, সদস্য সচিব তানজিল হাওলাদার, পৌর ছাত্রদলের আহ্বায়ক শাকিল মাতাব্বর ,সদস্য সচিব ফাহিম সহ আরও অনেকেই। এছাড়া আরও উপস্থিত ছিলেন – পৌর বিএনপির সভাপতি ও সাবেক সফল মেয়র মরহুম সাইদুর রহমান মিলন মিয়ার বড় ছেলে মেহেদী হাসান সাগর,পৌর সেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জামাল হাওলাদার, যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম, সুমন পঞ্চায়েত, পৌর ছাত্রদল নেতা মো.টিপু, সাবেক ছাত্রদল নেতা আলম খান হৃদয়, এছাড়াও গত দুইদিন মাছের পোনা অবমুক্তকরন, বৃক্ষ রোপন, প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। এসময় বক্তারা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়া এই দল সব সময় সাধারণ মানুষের কল্যাণে কাজ করেছেন। তাঁর ১৯ দফার ভিত্তিতে এবং তারেক রহমানের ৩১ দফার আলোকে আগামীর বাংলাদেশ গড়ে তুলতে হবে। এবং সকলের উদ্দেশ্য ভোলা ২ আসনের সাবেক এমপি হাফিজ ইব্রাহিম এর পক্ষে ধানের শীষ মার্কায় ভোট চেয়ে সমাপ্তি ঘোষণা করেন।