

পীরগঞ্জ প্রতিনিধি : ঠাকুরগাঁয়ের পীরগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে উপজেলা ও পৌর বিএনপি আয়োজনে পূর্ব চৌরাস্তা মাইক্রো স্ট্যান্ডে এই আলোচনা সভা হয়। উপজেলা বিএনপির সভাপতি জাহিদুর রহমানের নেতৃত্ব র্যালিটি পৌর শহরের গুরুত্বপূর্ণ প্রদক্ষিণ করেন। পরে পৌর বিএনপি’র সভাপতি রুহুল আমিনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন, ঠাকুরগাঁও-৩ আসনের সাবেক জাতীয় সংসদ সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি জাহিদুর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জিয়াউল ইসলাম জিয়া, কেন্দ্রী যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক কামাল আহম্মেদ আনোয়ার, জেলা আনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জয়নাল আবেদীন, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জুয়েল, উপজেলা হিন্দু-বৌদ্ধ খ্রীষ্টান কল্যাণ ফন্ট আহবায়ক রামকৃষ্ণ, উপজেলা মহিলা দলের আহ্বায়ক কুলসুম বেগম, উপজেলা পৌর যুব দলের সেক্রেটারি আতিকুর জামান, কোষারাণীগঞ্জ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ওয়ালিউর রহমান মিঠু প্রমুখ।