ইয়াছিন মোল্লা, (সোনারগাঁ প্রতিনিধি) ;- নৌকার প্রতিপক্ষ দুই সতন্ত্র প্রার্থী মিলে যে ভোট পেয়েছে, তার চেয়ে প্রায় সমপরিমাণ ভোট বেশি পেয়ে নির্বাচিত হয়েছেন নৌকা প্রতিক নিয়ে লড়াই করা হাজী আলামিন সরকার।তিনি নৌকা প্রতিকে পেয়েছেন ৭১৭০ ভোট, অন্যদিকে সতন্ত্র প্রার্থী সাবেক চেয়ারম্যান ডাঃ আব্দুর রউফ ঘোড়া মার্কায় পেয়েছেন ৩৮৩৫,এবং আরেক সতন্ত্র প্রার্থী মাহবুবুর রহমান আনারস মার্কায় পেয়েছেন ৩৪৯৫ এছাড়াও চরমোনাই সমর্থীত হাতপাখা নিয়ে নির্বাচন করা মোহাম্মদ ইয়াছিন পেয়েছে ১৭১২ ভোট।
ভোট শুরু হওয়ার পর থেকেই আলামিন সরকার নিজে প্রতিটি ভোট কেন্দ্র পরিদর্শন করেন,এবং সাংবাদিকদের সাথে কথা বলেন।তিনি বলেন ভোট অত্যান্ত সুস্থ ও উৎস মুখর পরিবেশে হচ্ছে। এছাড়াও আলামিন সরকার জানান,যেভাবে জনগণ আমার ডাকে সারাদিয়ে ভোট কেন্দ্রে এসেছে আশা করি তারা আমাকে ভোট দিয়ে তাদের সেবা করার সুযোগ করে দিবে!তারই প্রতিফলন ঘটলো তার এই নির্বাচিত হওয়ার মাধ্যমে।
সকাল থেকে অত্যান্ত উৎসব মুখর পরিবেশে সাধারণ মানুষ তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে, ভোট কেন্দ্রে আসনে এবং শান্তিপূর্ণ ভাবে ভোট দেন।নিদিষ্ট সময় সকাল ৮ঃ০০ থেকে শুরু হওয়া ভোট গ্রহণ চলেছে বিকাল ৪ঃ০০ পর্যন্ত।
এই সময় কোথাও কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটেনি।সকল প্রকার অপ্রীতিকর ঘটনা এড়াতে নির্বাহী ম্যাজিস্ট্রেটের পাশাপাশি মাঠে ছিলেন , পুলিশ, বিজিবি, র্যাব বাহিনীর সদস্যরা।