আবু সায়েম আকন, ঝালকাঠি জেলা প্রতিনিধিঃ
ঝালকাঠির রাজাপুরে জোড়পূর্বক প্রতিপক্ষের জমির কাঁচা ধান কেটে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। রবিবার ভোর রাতে উপজেলার সাতুরিয়া ইউনিয়নের লেবুবুনিয়া ও উত্তর তারাবুনিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
সরজমিনে গিয়ে জানাগেছে, উপজেলার লেবুবুনিয়া এলাকার মৃত জব্বার বিশ্বাসের ছেলে মো. আলম বিশ্বাস তার দুই ছেলেসহ ৮/১০ জন ভাড়া করা লোক নিয়ে একই এলাকার মৃত মোদ্দাচ্ছের আলী আকনের ছেলে মো. আমির হোসেন আকন গংদের মালিকানাধীন নগদ টাকায় লাগানো (লেবুবুনিয়া ও উত্তর তারাবুনিয়া মৌজার) জমির কাঁচা ধান কর্তন করে নেয়। আমির হোসেনরা লোকমুখে শুনতে পেয়ে ঘটনাস্থলে গিয়ে বাধা দিলে দুইপক্ষের মধ্যে বাকবিতন্ডা হয়।
এদিকে বাধা দেয়ার আগেই উত্তর তারাবুনিয়ার জমির কর্তনকৃত কাঁচা ধান আলম বিশ্বাসের লোকজন আগেই তার নিজ বাড়িতে নিয়ে যায়।
এ ব্যাপারে অভিযুক্ত মো. আলম বিশ্বাসের ছেলে মো. নাবিল জানায়, আমাদের জমির ধান আমরা কেটেছি। পরে প্রতিপক্ষরা আমাদের মারতে আসলে আমি পুলিশে খবর দেই। পুলিশ এসে পরিস্থিতি শান্ত করে।
রাজাপুর থানার এ এস আই মো. দুলাল হোসেন বলেন, ঘটনা স্থলে গিয়ে দুই পক্ষকে শান্ত করে কর্তন করা কিছু কাঁচা ধান স্থানীয় খালেক মাস্টারের বাড়িতে তার জিম্মায় রেখে এসেছি। এ ব্যাপারে স্থানীয় চেয়ারম্যান এসে সিদ্ধান্ত দিবেন।