মোঃ আরিফুল ইসলাম,খাগড়াছড়ি প্রতিনিধি
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আলোর পথে এগিয়ে যাচ্ছে। বাংলাদেশকে আলোর পথ দেখিয়েছে শেখ হাসিনা। নব নির্বাচিত জনপ্রতিনিধিদেরকে শেখ হাসিনার স্বপ্ন বাস্তবায়ন করতে জনগণকে সাথে নিয়ে সকলকে ঐক্যবদ্ব হয়ে স্বপ্নের বাংলাদেশ বিনির্মানে এগিয়ে আসার আহবান জানিয়েছেন ভারত প্রত্যাগত শরনার্থী বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান (প্রতিমন্ত্রীর পদমর্যাদা) কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।
সোমবার (২৭ ডিসেম্বর) মাটিরাঙ্গার আমতলী, বর্ণাল ও তাইন্দং ইউনিয়নের চেয়ারম্যান ও সদস্যদের দায়িত্ব গ্রহন উপলক্ষ্যে অভিষেক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
পৃথক পৃথক অনুষ্ঠানে খাগড়াছড়ি জেলা পরিষদের সদস্য ও জেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক শুভমঙ্গল চাকমা, জেলা পরিষদের সদস্য ও শিক্ষা ও মানবসম্পদ সম্পাদক নীলউৎপল খীসা,মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আলী,মাটিরাঙ্গা পৌরসভার মেয়র মো. শামছুল হক, মাটিরাঙ্গা উপজেলা আওয়ামীলীগের সভাপতি এম হুমায়ুন মোরশেদ খান, ও মাটিরাঙ্গা উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সুবাস চাকমা প্রমুখ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
পৃথক অনুষ্ঠানে আমতলী ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যান মো. আবদুল গনি, বর্ণাল ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যান মো. ইলিয়াস হোসেন, বিদায়ী চেয়ারম্যান মো. আলী আকবর, তাইন্দং ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যান পেয়ার আহাম্মেদ মজুমদার এবং বিদায়ী চেয়ারম্যান মো. হুমায়ুন কবির প্রমুখ বক্তব্য রাখেন।
আমতলী, বর্ণাল এবং তাইন্দং ইউনিয়নের পক্ষ থেকে ভারত প্রত্যাগত শরনার্থী বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান (প্রতিমন্ত্রীর পদমর্যাদা) কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি -কে সম্মাননা স্মারক প্রদান করা হয়।