বিশেষ প্রতিনিধি, পঞ্চগড়
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছোট ছেলে এবং ক্রীড়া সংগঠক প্রয়াত আরাফাত রহমান কোকোর স্মরণে দেবীগঞ্জে আন্তঃ ইউনিয়ন ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়েছে। আজ সোমবার দুপুর ১২:৩০ টায় দেবীগঞ্জ পাবলিক ক্লাব মাঠে এই টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন হয়।
টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন আজাদ। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সন্তান আরাফাত রহমান একজন ক্রীড়া সংগঠক হিসেবে স্মরণীয় হয়ে থাকবেন। রাজনৈতিক পরিবারের সদস্য হয়েও রাজনীতির মাঠে কাজ করার পরিবর্তে তিনি ক্রীড়াঙ্গনকে নিজের কর্মক্ষেত্র হিসেবে বেছে নিয়েছিলেন এবং সেখানে সফলভাবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন।এই টুর্নামেন্টে মোট ১৬টি দল অংশগ্রহণ করছে। উদ্বোধনী ম্যাচে ১নং চিলাহাটি ইউনিয়ন ক্রিকেট টিম এবং দন্ডপাল ইউনিয়ন এএস স্পোর্টস পরস্পরের মুখোমুখি হয়।
সর্ম্পকিত খবর সমূহ.
December 10, 2024