ভোলা দৌলতখানে ছাত্রদল নেতা সাব্বিরকে কুপিয়ে জখম


মোঃ আব্দুর রহমান (হেলাল) ভোলা প্রতিনিধি ভোলার দৌলতখানে চরপাতা ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক মো. সাব্বিরকে জমি- জমা বিরোধের জেরে কুপিয়ে জখম করা হয়েছ । সাব্বির বর্তমানে ঢাকা কাকরাইল ইসলামী ব্যাংক হাসপাতালে চিকিৎসাধীন । শনিবার (১৫ মার্চ) দিবাগত রাতে ১১:৩০মিনিটে ভোলা দৌলতখান উপজেলার চরপাতা ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের ডাক্তার বাড়ির সামনে এ ঘটনা ঘটে। আহত ছাব্বির চরপাতা ইউনিয়নের বিএনপি নেতা ও ৩ নং ওয়ার্ডের মেম্বার মৃত মনির মিয়ার ছেলে। স্থানীয় সূত্রে জানায়, শনিবার রাতে বাসায় ফেরার পথে চরপাতা ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম আহবায়ক মোঃ সাব্বিরের ওপর হামলা চালায় একই ওয়ার্ডের ফ্যাসিস্টৈর দোষর অলিউল্লার পুত্র আওয়ামী সন্ত্রাসী আরিফ ও তার কতিপয় সন্ত্রাসী সঙ্গীর সাথী। এসময় আরিফগং ধারালো অস্ত্র দিয়ে সাব্বিরকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে পালিয়ে যায়। পরের স্থানীয়রা আহত সাব্বিরকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করেন এবং পরবর্তীতে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয় । স্থানীয় সূত্রে জানা যায় আরিফ গংরা আওয়ামী লীগ আমলে প্রভাব খাটিয়ে আহত সাব্বিরদের জমিসহ পুকুর জোর করে দখল করে রাখে। কিছুদিন পূর্বে ওই পুকুরে সাব্বিররা মাছ চাষ শুরুলে সন্ত্রাসী আরিফের সাথে তার বাক-বিতণ্ডা হয়, স্থানীয় সালিশির মাধ্যমে এর সমাধান হওয়ার কথা থাকলেও আরিফ গং বিভিন্ন অজুহাতে সালিশি মধ্যস্থতাকে অপেক্ষা করে, পরবর্তীতে সন্ত্রাসী আরিফ আইনি বিধানের তোয়াক্কা না করে শনিবার রাতে আরিফ ও আকবর সন্ত্রাসী বাহিনী নিয়ে পূর্ব পরিকল্পিতভাবে সাব্বিরের উপর হামলা চালায় এবং তাকে বেধড়ক মারধর ও কুপিয়ে জখম করে। এঘটনার পর থেকে আরিফ গংরা পলাতক রয়েছে। এ ঘটনায় দৌলতখান থানায় একটি মামলা হয়েছে বলে জানা যায়, দৌলতখান থানার ভারপ্রাপ্ত ককর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান জানান, এ ঘটনায় অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।