অপরাধ সারাদেশে

ভোলায় পাওনা টাকা কে কেন্দ্র করে এক ব্যবসায়ীকে হত্যার অভিযোগ

ভোলা সদর প্রতিনিধি। ভোলায় পাওনা টাকা কে কেন্দ্র করে মোহাম্মদ শাহজাহান মিয়া (৬৫) নামে এক ব্যবসায়ীকে পিটিয়ে মারার অভিযোগ উঠেছে খালেক ও তার ছেলে সিরাজের নামে এ দুই ব্যক্তির বিরুদ্ধে । আজ সকালে ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশার চর আনন্দ গ্রামে এ ঘটনা ঘটে। এমন অনাকাঙ্ক্ষিত ঘটনায় ওই এলাকায় শাহাজাহানের পরিবার ও সাধারণ মানুষের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। মৃত শাহজাহানের পরিবাবের লোকজনদের অভিযোগ ,অভিযুক্ত খালেকের কাছ থেকে ৪ লক্ষ টাকা ধার নেয় মৃত শাহজাহান। এর মধ্যে ১ লক্ষ টাকা ফেরতও দেয়া হয়। বাকী টাকা কোরবানি ঈদের পর ফেরত দেয়ার কথা। তবে টাকা ফেরত দেয়ার সময় শেষ না হওয়ার আগেই গতকাল সোমবার রাতে মৃত শাহজাহানের বেশ কয়েকটি দোকানে তালা মারে পাওনাদার খালেক ও তার ছেলে সিরাজ। এমন খবর শুনে মৃত শাহজাহান ও তার পরিবারের লোকজন ছুটে আসলে সেখানে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। এর এক পর্যায়ে মৃত শাহজাহানকে কিল-ঘুষি মারলে সেখানেই অসুস্থ হয়ে পরেন শাহজাহান। পরে ভোলা সদর হাসপাতালে আনলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে এ বিষয়ে পুলিশের সার্কেল এসপি রিপন চন্দ্র শীল বলেন, আমরা প্রাথমিক তদন্তে জানতে পেরেছি মৃত শাহজাহান আগে থেকেই শারীরিকভাবে অসুস্থ ছিলো। ওই ঘটনায় কথা কাটাকাটির এ পর্যায়ে তিনি অসুস্থ হয়ে পরেন। পরে লোকজন তাকে সদর হাসপাতালে আনলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।এ বিষয়ে অভিযোগ আসলে এটি সাধারন মৃত্যু নাকি হত্যা তা তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *