মোঃ সাজ উদ্দিন সাজু, সিলেট জেলা প্রতিনিধি:
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’র জন্ম শতবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে ক্রীড়া পরিদপ্তর, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২১-২২ এর আওতায় সিলেট জেলায় আন্তঃ স্কুল ব্যাডমিন্টন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন।
১২ জানুয়ারি (বুধবার) সকাল ১১:০০ ঘটিকায় সফির উদ্দিন স্কুল এন্ড কলেজ মাঠে সিলেট জেলা ক্রীড়া অফিসার মোঃ নুর হোসেন এর সভাপতিত্বে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২১-২২ এর আওতায় সিলেট জেলায় আন্তঃ স্কুল ব্যাডমিন্টন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সফির উদ্দিন স্কুল এন্ড কলেজ এর ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ রসিদ আহমদ।
আরও উপস্থিত ছিলেন সফির উদ্দিন স্কুল এন্ড কলেজ এর শিক্ষক-শিক্ষার্থী, প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন খেলোয়াড় সহ অভিভাবকবৃন্দ৷ পরে অতিথিবৃন্দ বিজয়ী খেলোয়াড়দের মাঝে ক্রেস্ট, জার্সি এবং বিভিন্ন খেলা সামগ্রী বিতরণ করেন।