গুরুদাসপুরে পূর্ব শত্রুতার জেরে যুবককে চাকু দিয়ে জখম


গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি. নাটোরের গুরুদাসপুরে পূর্ব শত্রুতার জেরে স্বপন মন্ডল (৩০) নামে এক যুবককে চাকু দিয়ে জখম করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষ রইচ ও সরুজ উদ্দিন নামে দুই সহদর ভাইয়ের বিরুদ্ধে। শনিবার (৫এপ্রিল) রাত ৮টার দিকে উপজেলার মশিন্দা ইউনিয়নের শিকারপাড়া ঈদ গাহ মাঠ এলাকায় এই ঘটনা ঘটে। এঘটনায় স্বপন মন্ডলের ভাই সোবাহান মন্ডল বাদী হয়ে রইচ ও সরুজ উদ্দিন নামে দুই সহদর ভাইয়ের বিরুদ্ধে থানায় এজাহার দায়ের করেছেন। পরে স্থানীয়রা আহত স্বপন মন্ডলকে উদ্ধার করে গুরুদাসপুর স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করেন। পরবর্তীতে আহত ব্যক্তির অবস্থা গুরুতর হওয়া রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। স্বপন মন্ডল শিকারপাড়া ঈদ গাহ মাঠ এলাকায় মৃত আলাউদ্দিন মন্ডলের ছেলে। স্বপন মন্ডলের ভাই সোবাহান জানায়, পারিবারিক বিষয় নিয়ে প্রতিবেশি মৃত শুকুর মামুদের ছেলে রইচ ও সরুজ উদ্দিনের সাথে স্বপনের শত্রæতা চলে আসছিল। এরই জের ধরে আমার ভাই স্বপন মন্ডল শনিবার রাত ৮টার দিকে শিকারপুর গ্রামের আব্দুল বারির বসতবাড়ির সামনের রাস্তায় পৌছালে পূর্ব পরিকল্পনা মোতাবেক বিবাদীদ্বয় হাতে ধারালো চাকু, লোহার জিআই পাইব নিয়ে স্বপন মন্ডলের পথরোধ চাকু দিয়ে দুই হাতে জখম করে শরীরের বিভিন্ন অংশে আঘাত করে। এবিষয়ে অভিযুক্তদের এলাকায় গিয়ে তাদের বক্তব্যে নেওয়া সম্ভব হয়নি। গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারওয়ার হোসেন বলেন, এবিষয়ে একটি মামলা রুজু করা হয়েছে।