মোঃ আসাদুজ্জমান আপেল পঞ্চগড় :প্রতিনিধি
পঞ্চগড় ঃ
গুড়ি গুড়ি বৃষ্টি ও হিমেল বাতাসে পঞ্চগড়ে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।
আজ শনিবার (৫ ফেব্রুয়ারী) সকাল ১১টা থেকে পঞ্চগড়ে থেমে থেমে গুড়ি গুড়ি বৃষ্টি ও হিমেল বাতাসেরর কারণে শীতের তীব্রতা বৃদ্ধি পেয়েছে। গুড়ি গুড়ি বৃষ্টি ও শীতে সাধারণ মানুষ কাহিল পড়েছে।
পঞ্চগড় সদর উপজেলার মিরগর এলাকার গৃহীনি কলি আকতার জানান,সকালে বাড়ি থেকে বাজারে এসেছি তখন বৃষ্টি ছিল না। সকাল ১১টা থেকে গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়। বৃষ্টির জন্য বাড়িতে যেতে পারছি না। খুব সমস্যায় পড়েছি।
পঞ্চগড় শহরের পেপার বিক্রেতা নুর আলম জানান, সকাল থেকে থেমে থেমে গুড়ি গুড়ি বৃষ্টি হওয়ার কারণে শীতের তীব্রতা বেড়ে গেছে। বৃষ্টির কারণে পেপার মানুষের বাড়িতে বাড়িতে পৌছাতে পারছি না। ফলে চরম দুর্ভোগে পড়েছি।
পঞ্চগড়ের তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রাসেল শাহ সময় নিউজকে জানিয়েছেন, আজ শনিবার সকাল ১১টা থেকে পঞ্চগড়ে থেমে থেমে গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয় । দুপুর ১২ টায় তেঁতুলিয়ায় ৩ মিলি মিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
৫.২.২০২২