মোঃ সাজ উদ্দিন সাজু, সিলেট জেলা প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুরে মাস্তিংহাটি ক্রিকেট ক্লাবের ২য় নাইট ইনডোর ক্রিকেট টুর্ণামেন্টের ফাইনাল খেলা সমাপ্ত। ডেফলী বাড়ী স্পোটিং ক্লাব বিজয়ী, রানার্সআপ ০৪ নং বাংলাবাজার ক্রিকেট ক্লাব। ০৪ মার্চ (শুক্রবার) দিবাগত রাত ০৯ টায় জৈন্তাপুর উপজেলার মাস্তিংহাটি ইনডোর ক্রিকেট মাঠে মাস্তিংহাটি ক্রিকেট ক্লাব কর্তৃক আয়োজিত ২য় নাইট ইনডোর ক্রিকেট টুর্ণামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। সাবেক ইউপি সদস্য মাহমুদ আলীর সভাপতিত্বে ও এমসিসি ক্রিকেট ক্লাবের অধিনায়ক সাব্বির আহমদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম. লিয়াকত আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিজপাট ইউপি আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান বাবুল, আ.লীগ নেতা মোঃ হায়দর আলী, হাছিনুল হক হুসনু, আব্দুল জলিল, আব্দুল মতিন শাহীন, মোঃ হানিফ, জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি নূরুল ইসলাম, সাধারণ সম্পাদক আবুল হোসেন মোঃ হানিফ, সাবেক ইউপি সদস্য আব্দুস শুকুর, ইউপি সদস্য মনছুর আহমদ, হুমায়ুন কবির খাঁন, মোঃ সিদ্দিক, মাস্তিংহাটি ক্রিকেট ক্লাবের সভাপতি কবির আহমদ, সাধারণ সম্পাদক রায়হান আহমদ, অর্থ সম্পাদক আহমেদ লোকমান সাদ্দাম। এছাড়া আরও উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা আব্দুর রব বিদুর, আব্দুন নূর, মনিরুল হক, আব্দুর রব, মানিক মিয়া, সেলিম মিয়া, ফয়জুল হক, হাবিব মিয়া, আব্দুল মান্নান, আতভীর আহমদ শাহীন, জসিম মজুমদার, আব্দুল মালেক, বিমল সাহা, শিপলু দে, ইসলাম উদ্দিন, জহিরুল ইসলাম প্রমুখ। খেলায় ডেফলী ষ্পোটিং ক্লাব জৈন্তাপুর ০৪ নং বাংলাবাজার ক্লাবকে হারিয়ে বিজয়ী হওয়ার গৌরব অর্জন করে। পরে অনুষ্ঠানের প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিরা বিজয়ী ও রার্নাসআপ দলের হাতে পুরস্কার তুলে দেন।