
উনাইটেড ফ্রেন্ডস এসোসিয়েশন এর যাত্রা শুরু

নিজস্ব প্রতিবেদক : মুন্সীগন্জের শ্রীনগর এ ৫৫ জন বন্ধুর সমন্বয়ে “ইউনাইটেড ফ্রেন্ডস এসোসিয়েশন ২০২৪” নামে একটি সামাজিক সংগঠন আত্মপ্রকাশ হয়েছে। স্থানীয় আর্থ সামাজিক কর্মকান্ডে ভুমিকা রাখতে ” আগামীর পথে একসাথে ” এই মূলমন্ত্রকে সামনে রেখে আত্মনির্ভরতা বা স্বাবলম্বিতা অর্জন, শিক্ষার প্রসার, দুস্থদের সহযোগিতা,বৃক্ষরোপন, বাল্যবিবাহ প্রতিরোধ তথা পজিটিভ সমাজ তৈরি- উদেশ্যসমূহ নিয়ে “ইউনাইটেড ফ্রেন্ডস এসোসিয়েশন ” নামে শ্রীনগর,মুন্সীগঞ্জ এ একটি সামাজিক সংগঠন এর যাত্রা শুরু হয়েছে। সৃজনশীল , সমাজের বলীষ্ঠ নেতৃত্বগুণ ও আর্থ সামাজিক সহযোগিতা সম্পন্ন এমন একটি সংগঠনের সকল সদস্যবৃন্দ সমাজের সকল শ্রেণীর মানুষের সহযোগীতা কামনা করে।