
গুরুদাসপুরে আগাছানাশক ছিটিয়ে কৃষকের ফসল নষ্টের অভিযোগ

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি. নাটোরের গুরুদাসপুরে আগাছানাশক ছিটিয়ে প্রান্তিক কৃষকের জমির আধাপাকা ধান নষ্টের অভিযোগ উঠেছে । পুর্ব শত্রুতার জেরে ফসল নষ্ট করা হয়েছে দাবী করে ভুক্তভোগী নাজমুল হোসেন গুরুদাসপুর থানায় অভিযোগ করেন । অভিযোগের নথি ও ভুক্তোভোগী জানান, উপজেলার নাজিরপুরের বৃকাশো মৌজার ১০৭১ খতিয়ানভুক্ত ১১.৩৩ শতাংশ জমি ক্রয়সুত্রে ভোগ করে আসছিলেন নাজমুল হোসেন। ক্রয়ের পর প্রতিবেশী জরিপ আলী নাটোর আদালতে প্রিয়েমশন মামলা করেন। এ নিয়ে ক্রয়কৃত জমির প্রতিবেশী জরিপ আলী সাথে নাজমুলের বিরোধ চলে আসছিলো। শত্রুতার জের ধরে জরিপ আলী ও তার ভাই ছলেমান বিভিন্নভাবে হুমকি ধামকি দিয়ে আসছিলেন। এ প্রেক্ষিতে শনিবার (২৬ এপ্রিল) রাতের কোন এক সময় অভিযুক্তর দুই ভাই মিলে আগাছানাশক ছিটিয়ে ওই জমির সমস্ত ধান পুড়িয়ে দেয়া হয়। ক্ষতিগ্রস্থ কৃষক নাজমুল হোসেন জানান, শনিবার বিকালে ওই জমি পরিচর্ষা করে বাড়িতে চলে আসি। পরদিন সকালে গিয়ে দেখি জমির সমস্ত ধান আগাছানাশক ছিটিয়ে পুড়িয়ে দেয়া হয়েছে। এতে অর্থনৈতিক ক্ষতি হয়েছে বলেও দাবী করেন তিনি। এ বিষয়ে অভিযুক্ত জহুরুল ইসলাম মুঠোফোনে জানান, অভিযুক্ত দুই ভাই জরিপ আলীর ফোন বন্ধ ও জহুরুলের মুঠোফোনে একাধিকবার ফোন দিয়েও ফোন না ধরায় বক্তব্য পাওয়া যায়নি। গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সারওয়ার হোসেন জানান, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।