রাজনীতি সারাদেশে

পুঠিয়া দুর্গাপুরের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী শিমুলের গণসংযোগ

রাজশাহী (পুঠিয়া) প্রতিনিধি: মোঃমিজানুর রহমান (২২ এপ্রিল) মঙ্গলবার জনাব, তারেক রহমানের (৩১ দফা) দাবি বাস্তবায়নে ও সাধারণ মানুষের মাঝে বিভিন্ন জায়গায় গণসংযোগ করেন,শহীদ জিয়ার সৈনিক,গরিব দুঃখী মানুষের নেতা,অন্যায়ের বিরুদ্ধে আপসহীন পুঠিয়া দুর্গাপুরের কান্ডারী ও পুঠিয়া দুর্গাপুরের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী ইসফা খাইরুল হক শিমুল। এ সময় গণসংযোগ করেন, পুঠিয়া পোপোপাড়া,নওপাড়া,উজালপুর, বিলমাড়িয়া, সরিষাবাড়িয়া,ঝলমলিয়া,সৈয়দপুর স্থানে। ইসফা খাইরুল হক শিমুল বলেন,বিএনপি একটি আদর্শিক দল,শহীদ জিয়ার আদর্শের রাজনীতি করি,বিগত ১৬ বছরে আমাদের নেতাকর্মী স্বৈরাচার সরকারের আমলে যে নির্যাতন হয়েছে,বিশেষ করে আমার জননেত্রী খালেদা জিয়া তাকে যেভাবে হয় রানী মূলক মিথ্যা মামলা দিয়ে লাঞ্ছিত করা হয়েছে এবং তারেক রহমানকে দেশছাড়া করেছে এই ফ্যাসিস্ট সরকার,আর কোনদিন এইরকম কোন ফ্যাসিস্ট সরকার না আসে,সেই কারণে মূলত তারেক রহমানের ৩১ দফা দাবি বাস্তবায়নে সাধারণ মানুষের কাছে গণসংযোগ করছি এবং এটি অব্যাহত থাকবে ও দেশে একটি সুষ্ঠু নির্বাচনের দাবি করছি। এই সময় আরো উপস্থিত ছিলেন, মোঃ সানোয়ার হোসেন জাদু,সাবেক সহ-সভাপতি রাজশাহী জেলা যুবদল, বিএনপি নেতা একরাম, সাবেক সংগঠনিক সম্পাদক উপজেলা বিএনপি,মোঃ শামীম উপজেলা সদস্য বিএনপি,নাজমুল গনি পিন্টু আহ্বায়ক ভালুকগাছি ইউনিয়ন,কাদের মোল্লা আহ্বায়ক ইউনিয়ন পুঠিয়া,তরিকুল ইসলাম সদস্য সচিব জিউপাড়া ইউনিয়ন,তোহিদ মাস্টার সদস্য সচিব ভালুকগাছি ইউনিয়ন,মোঃ বেলায়েত হোসেন সদস্য সচিব পুঠিয়া ইউনিয়ন,মোস্তাক আহমেদ যুগ্ন আহ্বায়ক ভালুকগাছি ইউনিয়ন,শহিদুল মাস্টার সদস্য উপজেলা বিএনপি,মো: দেলোয়ার সরকার আল-আমিন সাবেক সহ সহ-সাংগঠনিক সম্পাদক যুবদল পুঠিয়া উপজেলা,মোঃ সোহেল রানা যুগ্ন আবহায়ক পুঠিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দল,মো: নুর আলম ৫ নাম্বার ওয়ার্ড বানেশ্বর,মোঃ এনামুল হক সাবেক সহ-সভাপতি উপজেলা যুবদল,মোঃ ফজলুল হক মিলন পুঠিয়া স্বেচ্ছাসেবক দল পুঠিয়া উপজেলা,আপেল মাহমুদ রাজু পুঠিয়া উপজেলা সংগ্রামী দলের সভাপতি,মাহমুদুল রহমান সোহেল পুঠিয়া উপজেলা সাবেক যুগ্ন আহ্বায়ক যুবদল,মো: আলমগীর হোসেন সদস্য সচিব বানেশ্বর ইউনিয়ন যুবদল,এছাড়াও গণসংযোগে উপস্থিত ছিলেন অসংখ্য নেতাকর্মীবৃন্দ।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *