অপরাধ সারাদেশে

দাকোপের সিটেবুনিয়ায় নদীতে ভাসা অবস্হায় লাশ উদ্ধার

স্বপন কুমার রায় খুলনা ব্যুরো প্রধান খুলনার দাকোপ উপজেলার দাকোপ ইউনিয়নে মধ্য​ দাকোপ মদিয়াচক সিটি বুনিয়া স্বার্বজনীন শশ্নান ঘাট এলাকা দিয়ে বয়ে যাওয়া চড়া নদী থেকে আজ ১০ ই মে শনিবার সকাল ১১ টার দিকে ঐ এলাকার এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশ ধারণা করছে, এই ব্যক্তির বয়স আনু​মানিক ৪০ বছরের মতো। লাশ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্ততি চলছিল। দাকোপ ইউনিয়ন পরিষদের ৬নং ওয়াডের (ইউপি ) সদস্য শেখর মন্ডল প্রতিবেদক কে বলেন তাঁর ওয়াডে মাদিয়া সিটিবুনিয়া সার্ববজীন শশ্নান ঘাট সংলগ্ন ,চড়া নদীতে দাকোপ ইউনিয়নে ৭নং ওয়াডের বাসিন্দা অনন্ত মন্ডলের পুত্র গোবিন্দ মন্ডল( ৪০) এর লাশ নদীতে শশ্মান ঘাটের পাশে ভাসতে দেখে এলাকার লোকজন থানায় খবর দেন। পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে। মৃত ব্যক্তির পরনে একটি জিন্সের প্যান্ট পরা আছে এবং খালি গায়ে লালরংঙের গামছা দিয়ে সামনে দুই হাত বাঁধা । লাশটার মুখ গায়ে আঘাতের চিহ্ন দেখা গেছে। এব্যাপারে দাকোপ থানা পুলিশের অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম , বলেন লাশটি নদীতে ভাসা আবস্হায় পাওয়া গেছে। ময়নাতদন্ত শেষে মৃত্যুর কারণ বোঝা যাবে। এ বিষয়ে দাকোপ থানায় ইউডি মামলা দায়ের সহ এরিপোট লেখা পযন্ত ময়না তদন্তের পাঠানোর জন্য প্রস্তুতি চলছিল।

0 Shares

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *